পৃথ্বীকে অনেক দূর যেতে হবে, বলছেন দ্রাবিড়

মুম্বইয়ের তরুণ ক্রিকেটার পৃথ্বী শ প্রতিভাবান কিন্তু আরও অভিজ্ঞতা হলে আরও ভাল পারফর্মার হয়ে উঠবেন। বললেন রাহুল দ্রাবিড়। বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ওয়ান ডে সিরিজ খেলছেন পৃথ্বী।

Advertisement
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩৮
Share:

পৃথ্বী শ

মুম্বইয়ের তরুণ ক্রিকেটার পৃথ্বী শ প্রতিভাবান কিন্তু আরও অভিজ্ঞতা হলে আরও ভাল পারফর্মার হয়ে উঠবেন। বললেন রাহুল দ্রাবিড়। বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ওয়ান ডে সিরিজ খেলছেন পৃথ্বী। যিনি রঞ্জি ট্রফিতে এ বার অভিষেকেই সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন। মুম্বইকে তুলেছিলেন ফাইনালে।

Advertisement

ভারতের অনূর্ধ্ব-১৯ কোচ বলেছেন, ‘‘পৃথ্বী প্রতিভাবান খেলোয়াড়। তবে এখনও ওকে অনেক দূর যেতে হবে। ওকে অনেক কিছু শিখতে হবে। এরা কেউই ফিনিশড প্রোডাক্ট নয়। এখনও শিখছে। সামনে অনেক সুযোগ আসবে, ওঠাপড়া আসবে।’’ দ্বিতীয় ওয়ান ডে-তে ভারতের যুব দল ১২৯ রানে ইংল্যান্ডকে হারানোর পর মুম্বইয়ে দ্রাবিড় আরও বলেন, ‘‘আমার মনে হয় যত ওরা ব্যর্থ হবে। বুঝতে পারবে কোন কোন জায়গাগুলোতে আরও উন্নতি করতে হবে, তত ভাল। আমাদের কাজ হল ওদের ঠিক জায়গাগুলো ধরিয়ে দেওয়া। সাপোর্ট স্টাফ আর আমার অভিজ্ঞতা দিয়ে আরও ভাল প্লেয়ার হয়ে উঠতে সাহায্য করা।’’

তামিলনাড়ুর বিরুদ্ধে যে ভাবে পৃথ্বী মুম্বইকে রঞ্জির ফাইনালে তুলেছিলেন সে প্রসঙ্গ তুলতে ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ বলেন, ‘‘পৃথ্বীর এই পারফরম্যান্সের কৃতিত্ব আমার নয়। এটা মুম্বই ক্রিকেটের কৃতিত্ব। একটা ১৭-১৮ বছরের ছেলের পারফরম্যান্স নজরে রেখে তার পর তাকে বেছে নিয়ে মাঠে নামানোর ওদের সাহসটা আছে।’’

Advertisement

আইপিএল শুরু ৫ এপ্রিল

আইপিএল টেন নির্ধারিত সূচি অনুযায়ী ৫ এপ্রিলই শুরু হবে। এ দিন প্রশাসকদের প্যানেল এ ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে বিসিসিআইকে। পাশাপাশি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের আশ্বস্ত করা হয়েছে টুর্নামেন্টের প্রস্তুতি স্বাভাবিক ভাবেই চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement