অনুশীলন শুরু পৃথ্বীর, লক্ষ্য মুস্তাক আলি ট্রফি

গোড়ালির চোট সারিয়ে অনুশীলনে ফিরলেন পৃথ্বী শ। এই চোটের জন্য অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। বিরাট কোহালির দল যে সিরিজে ঐতিহাসিক জয় পায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৫৬
Share:

প্রত্যয়ী: দ্রুত আত্মবিশ্বাস ফিরে পেতে চান পৃথ্বী। —ফাইল চিত্র।

গোড়ালির চোট সারিয়ে অনুশীলনে ফিরলেন পৃথ্বী শ। এই চোটের জন্য অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। বিরাট কোহালির দল যে সিরিজে ঐতিহাসিক জয় পায়।

Advertisement

বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির নেটে এ দিন ব্যাটিং করেছেন পৃথ্বী। ১৯ বছর বয়সি বিস্ময় প্রতিভা এখন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নামার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। ‘‘শক্তিশালী অস্ট্রেলীয় বোলিং আক্রমণকে সামলানোর সুযোগ পেয়েছিলাম। তাই ওই সিরিজে খেলতে না পেরে কিছুটা হতাশ হয়েছি,’’ বলেছেন পৃথ্বী। সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘‘তবে কিছু ব্যাপার তো আমাদের হাতে থাকে না। তাই এখন আমি মুস্তাক আলি ট্রফিতে খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। যাতে আমার ছন্দ এবং আত্মবিশ্বাস ফিরে আসে।’’ সিডনিতে ভারতীয় দলের সেই প্রস্তুতি ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন পৃথ্বী। যে চোট সারিয়ে উঠতে এত দিন তিনি রিহ্যাবে ছিলেন।

২০১৮ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি (১৩৪) করে হইচই ফেলে দিয়েছিলেন পৃথ্বী। কনিষ্ঠতম ভারতীয় ব্যাটসম্যান (১৮ বছর ১০ মাস ২৫ দিন) হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরির নজির গড়েছিলেন তিনি। কিন্তু তার পরে আর মাত্র একটি টেস্ট খেলেই প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার মাটিতে ছিটকে যান।

Advertisement

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শুধু ৫১ টেস্ট সেঞ্চুরির মালিক সচিন তেন্ডুলকরের পৃথ্বীর চেয়ে কম বয়সে সেঞ্চুরির কৃতিত্ব রয়েছে। প্রথম টেস্টে সেঞ্চুরি করার পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ভারতের নতুন ওপেনার দুই ইনিংসে করেন যথাক্রমে ৭০ এবং ৩৩ রান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন