Prithvi Shaw

পৃথ্বী-ঝড় চলছেই, ছন্দে সঞ্জুও

শিখর ধওয়ন চোট পেয়ে ছিটকে যাওয়ায় নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ান ডে দলে নেওয়া হয়েছে পৃথ্বীকে। প্রথমে নির্বাসন, তার পরে চোট-আঘাতের কবলে পড়েছিলেন পৃথ্বী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ০৩:২৬
Share:

সফল: নিউজ়িল্যান্ডে রানের মধ্যে আছেন পৃথ্বী। ফাইল চিত্র

ভারতের ওয়ান ডে দলে সুযোগ পাওয়ার পরের দিনই রান পেলেন পৃথ্বী শ। নিউজ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ভারতের ‘এ’ দলের হয়ে। বুধবার নিউজ়িল্যান্ডের লিঙ্কনে ৩৫ বল ৪৮ রান করেন পৃথ্বী। শুধু মুম্বইয়ের এই প্রতিভাবান ব্যাটসম্যানই নন, রান পেয়েছেন সঞ্জু স্যামসনও। তিনি করেন ২১ বলে ৩৯ রান। ১৯ বলে খেলে সূর্যকুমার যাদব করেন ৩৫। নিউজ়িল্যান্ড ‘এ’ দলের ২৩১ রান তাড়া করতে নেমে, কুড়ি ওভার বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত ‘এ’ দল।

Advertisement

শিখর ধওয়ন চোট পেয়ে ছিটকে যাওয়ায় নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ান ডে দলে নেওয়া হয়েছে পৃথ্বীকে। প্রথমে নির্বাসন, তার পরে চোট-আঘাতের কবলে পড়েছিলেন পৃথ্বী। সেখান থেকে বেরিয়ে এসেছেন। নিউজ়িল্যান্ডে আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন পৃথ্বী। সঞ্জু স্যামসনকে নেওয়া হয়েছে টি-টোয়েন্টি দলে, ধওয়নেরই পরিবর্ত হিসেবে। যে সিরিজ শুরু হবে ২৪ জানুয়ারি থেকে। ভারতীয় বোলারদের মধ্যে মহম্মদ সিরাজ এ দিন তিন উইকেট নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement