আগ্রাসী ব্যাটিংই করুক পৃথ্বী, পরামর্শ রাহানের

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট। যে টেস্টে ওপেন করার সম্ভাবনা আছে পৃথ্বীর। এর আগে ইংল্যান্ডেও উড়িয়ে নিয়ে যাওয়া হয় পৃথ্বীকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৮ ০৩:৫৫
Share:

ক্লাস: প্র্যাক্টিসের ফাঁকে বিরাট কোহালির সঙ্গে পৃথ্বী শ। মঙ্গলবার। ছবি: টুইটার।

ভারতীয় টেস্ট দলে সুযোগ পাওয়া পৃথ্বী শয়ের জন্য একটা বিশেষ পরামর্শ থাকছে তাঁর সহ-অধিনায়কের। অজিঙ্ক রাহানের পরামর্শ, টেস্ট খেলার সুযোগ পেলেও পৃথ্বী যেন তাঁর আগ্রাসী ব্যাটিং থেকে সরে না আসেন।

Advertisement

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট। যে টেস্টে ওপেন করার সম্ভাবনা আছে পৃথ্বীর। এর আগে ইংল্যান্ডেও উড়িয়ে নিয়ে যাওয়া হয় পৃথ্বীকে। কিন্তু সেখানে তিনি খেলার সুযোগ পাননি। এ বার শিখর ধওয়ন বাদ পড়ায় সুযোগ এসেছে পৃথ্বীর সামনে। যা নিয়ে রাহানে তাঁর মুম্বই সতীর্থের সম্পর্কে বলছেন, ‘‘পৃথ্বীর জন্য আমি খুশি। ওকে অনেক দিন থেকে দেখছি। আমরা একসঙ্গে অনুশীলনও করতাম। পৃথ্বী আক্রমণাত্মক ওপেনার। ওই ভাবে খেলেই পৃথ্বী সাফল্য পেয়েছে ভারত ‘এ’ দলের হয়ে।’’

টেস্টে কে এল রাহুলের সঙ্গে ওপেন করতে পারেন পৃথ্বী বা মায়াঙ্ক অগ্রবাল। এগিয়ে পৃথ্বীই। রাহানে অবশ্য প্রথম একাদশ নিয়ে কিছু বলতে চাননি। তাঁর মন্তব্য, ‘‘আমি জানি না, কারা ওপেন করবে প্রথম টেস্টে। কিন্তু যারাই ওপেন করুক, চাপের কোনও ব্যাপার নেই। সবার সামনেই সুযোগ থাকবে নিজেকে প্রমাণ করার। আমি পৃথ্বীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একটা কথাই বলতে চাই। মুম্বই বা ভারতীয় ‘এ’ দলের হয়ে যেমন ব্যাটিং করো, টেস্টেও সে রকম ব্যাটিং করে যাও। আমি নিশ্চিত ও ভাল করবে।’’

Advertisement

মহড়া: সামনে এ বার ওয়েস্ট ইন্ডিজ। অনুশীলনে নেমে পড়লেন বিরাট কোহালি। ছবি: পিটিআই।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ পেয়েছেন তিন নবাগত। পৃথ্বী, মায়াঙ্ক ও মহম্মদ সিরাজ। যাঁদের নিয়ে রাহানে বলেছেন, ‘‘তরুণদের জন্য এই সিরিজটা একটা ভাল সুযোগ এনে দিচ্ছে। পৃথ্বী, মায়াঙ্ক, সিরাজরা সবাই ঘরোয়া ক্রিকেটে সফল। ওরা দেখিয়ে দিয়েছে কী ভাবে রান করতে হয়, কী ভাবে উইকেট তুলতে হয়। এ বার ভবিষ্যতের কথা বেশি না ভেবে মাঠে নেমে ভারতের হয়ে নিজের খেলাটা খেলতে হবে।’’

ইংল্যান্ডে ধারাবাহিকতা দেখাতে না পারার পরে বিজয় হজারে ট্রফিতে রাহানের অধিনায়কত্বে তিনটে ম্যাচ জিতেছে মুম্বই। ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান মনে করেন, ঘরোয়া ক্রিকেট খেলে তাঁর যথেষ্ট ব্যাটিং প্র্যাক্টিস হয়েছে। রাহানে বলেছেন, ‘‘ইংল্যান্ড থেকে ফিরে আসার পরে আমি শুধু মুম্বইয়ের হয়ে ভাল খেলতে চেয়েছিলাম। বিজয় হজারেতে খেলে আমি ভাল ম্যাচ প্র্যাক্টিস পেয়েছি।’’

নেটে থ্রো ডাউন নিচ্ছেন ভারতীয় ব্যাটসম্যানরা। মঙ্গলবার রাজকোটে। সিরিজের প্রথম টেস্ট শুরু বৃহস্পতিবার থেকে। ছবি: পিটিআই।

ইংল্যান্ডের পরিবেশ থেকে এ বার রাজকোটে। ঘরের মাঠে খেলা হলেও ভারতের সামনে চ্যালেঞ্জ থাকছে মানিয়ে নেওয়ার। রাহানে বলছেন, ‘‘এখানে যথেষ্ট গরম। আমাদের তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে। এই ক’দিনের অনুশীলনেই সেটা করতে হবে। তা ছাড়া দেখতে হবে এখানকার উইকেট কী রকম ব্যবহার করে।’’ তবে টেস্টে ভাল করার ব্যাপারে আশাবাদী দলের সহ-অধিনায়ক। তিনি বলছেন, ‘‘ইংল্যান্ডের পরিবেশ অন্য রকম ছিল। এখানকার পরিবেশ আমরা ভাল করেই জানি। আমাদের শুধু মানসিক ভাবে নিজেদের তৈরি রাখতে হবে।’’

ভারতীয় দলের থেকে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ অনেকটাই পিছিয়ে। কিন্তু রাহানে বলছেন, ‘‘আমাদের কাছে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা বিপক্ষকে না দেখে নিজেদের সেরাটা মাঠে দিতে চাই।’’ ভারতের এশিয়া কাপ জয় নিয়ে তিনি বলেছেন, ‘‘দারুণ কৃতিত্বের ব্যাপার এশিয়া সেরা হওয়া। কিন্তু এটা একটা নতুন সিরিজ। প্রতিপক্ষকে হাল্কা ভাবে দেখলে চলবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন