India-England

হতে পারে তিনটি পরিবর্তন, দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ

বার্মিংহ্যাম হোক বা লর্ডস, কোথাওই দলগত প্রচেষ্টা দেখা যায়নি বিরাটদের থেকে।যার ফল ভুগতে হয়েছে দলকে।বিদেশের মাটিতে ফের মুখ থুবড়ে পড়ার আতঙ্ক চেপে ধরতে শুরু করেছে।এই অবস্থায় ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টে নামছে ভারত। মরণবাঁচন ম্যাচে দলে হতে পারে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন।দেখে নেওয়া যাক বিরাটদের সম্ভাব্য প্রথম একাদশ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৮ ০৯:২৯
Share:
০১ ১২

বার্মিংহ্যাম হোক বা লর্ডস, কোথাওই দলগত প্রচেষ্টা দেখা যায়নি বিরাটদের থেকে। যার ফল ভুগতে হয়েছে দলকে।বিদেশের মাটিতে ফের মুখ থুবড়ে পড়ার আতঙ্ক চেপে ধরতে শুরু করেছে। এই অবস্থায় ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টে নামছে ভারত। মরণবাঁচন ম্যাচে দলে হতে পারে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন।দেখে নেওয়া যাক বিরাটদের সম্ভাব্য প্রথম একাদশ।

০২ ১২

শিখর ধওয়ন: চলতি ইংল্যান্ড সফরে তেমন কিছু করতে পারেননি। দু-একটা ইনিংস ছাড়া বলার মতো কিছুই নেই।ইতিমধ্যেই তাঁকে বাদ দেওয়ার দাবি উঠতে শুরু করেছে। তবে তাঁর পরিবর্তে লোকেশ রাহুল একেবারেই হতাশ করেছেন। তাই কোহালির পছন্দের গব্বর ফের একটি সুযোগ পেতে পারেন।

Advertisement
০৩ ১২

মুরলি বিজয়: টেস্ট দলে অন্যতম ভরসার ওপেনার। যদিও সুনাম অনুযায়ী প্রায় কিছুই দিতে পারেননি এখনও পর্যন্ত। তৃতীয় টেস্ট মুরলির সামনে কঠিন পরীক্ষা হতে চলেছে।

০৪ ১২

চেতেশ্বর পূজারা: রাহুল দ্রাবিড় পরবর্তী ভারতীয় ক্রিকেটের শূন্যতা পূরণে পূজারাকে ভাবতে শুরু করেছিলেন অনেকেই। কিন্তু, কোথায় যেন সেই তুলনায় বাধা হয়ে দাঁড়িয়েছে চলতি সফরে পূজারার ব্যর্থতা। তবে নিজেকে প্রমাণ করার আরও একটা সুযোগ পেতে চলেছেন তিনি।

০৫ ১২

বিরাট কোহালি: অসাধারণ ফর্মে রয়েছেন। প্রথম টেস্টে একার হাতে দলকে টেনে তুলেছিলেন। ভারতকে ভাল কিছু করতে হলে ফের জ্বলে উঠতে হবে অধিনায়ক কোহালিকে।

০৬ ১২

অজিঙ্ক রাহানে: সীমিত ওভারের ম্যাচে দলের অন্যতম ভরসা। টেস্টে তেমন দারুন কিছু রেকর্ড নেই। তবে মরণবাঁচন ম্যাচে পাঁচ নম্বরে রাহানের কথা ভাবতে পারেন বিরাট-শাস্ত্রীরা।

০৭ ১২

ঋষভ পন্থ: এই ম্যাচে উইকেটের পিছনে দাঁড়াতে দেখা যেতে পারে পন্থকে। সুযোগ পেলেও তেমন কিছু করতে পারেননি দীনেশ কার্তিক। ফলে টেস্ট অভিষেক হতে পারে পন্থের।

০৮ ১২

হার্দিক পাণ্ড্য: এর পরই অলরাউন্ডারদের জন্য জায়গা রাখতে হবে বিরাটকে। সে ক্ষেত্রে অবশ্যই প্রথম পছন্দ হার্দিক। সীমিত ওভারের ম্যাচে হার্দিক যতটা কার্যকর, টেস্টে ততটা এখনও দেখা যায়নি। সুযোগ কাজে লাগাতে হবে হার্দিককে।

০৯ ১২

রবিচন্দ্রন অশ্বিন: স্পিনার হিসেবে দলে থাকলেও অশ্বিনের ব্যাটিংয়ের হাতটাও বেশ ভাল। ইংল্যান্ডের পরিবেশে স্পিনার অশ্বিন যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তার প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে।

১০ ১২

মহম্মদ শামি: পেস আক্রমণের দায়িত্ব সামলাতে পারেন শামি।মনে করা হচ্ছে, তিন জন পেসার খেলানোর দিকে যেতে পারেন বিরাট। প্রথম জন হতে পারেন শামি।

১১ ১২

ইশান্ত শর্মা: অসাধারণ ফর্মে রয়েছেন। তাঁর বেশ কয়েকটা স্পেল রুটদের কম্পন ধরিয়ে দিয়েছে। পিচ পেসারদের সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ইশান্ত।

১২ ১২

জসপ্রীত বুমরাহ: ইংল্যান্ডের মতো পরিবেশে বুমরাহ কার্যকর হয়ে ওঠার সম্ভাবনা ছিল। কিন্তু, তাঁর চোট দলকে বড় ধাক্কা দিয়েছে। ফিট হলে আজকের ম্যাচে তাঁর থাকার সম্ভাবনা রয়েছে। তা না হলে সুযোগ পেতে পারেন উমেশ যাদব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement