Sports News

নেমারের জার্সি বিক্রি করে একদিনেই ১০ লাখ ইউরো পিএসজির ঘরে

পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে সই করলেন নেমার। সেখানে ১০ নম্বর জার্সিই পরবেন তিনি। পিএসজির দুটো স্টোরে যত নেমারের জার্সি এসেছিল সব শেষ হয়ে গিয়েছে। আরও জার্সি আনার প্রস্তুতি চলছে ক্লাব ও জার্সি প্রস্তুতকারী সংস্থার তরফেও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৭ ১৮:০৬
Share:

নতুন জার্সি হাতে নেমার জুনিয়র। ছবি: রয়টার্স।

নেমারের পিএসজিতে যোগ দেওয়ার পর দিনই হট কেকের মতো বিক্রি হয়ে হয়ে গেল ১০ হাজার তাঁর নাম লেখা শার্ট। রেকর্ড ট্রান্সফার ফি নিয়ে এতদিন খবরের শিরোনামে তিনি ছিলেনই। সঙ্গে ছিল বার্সার তাঁকে ছাড়তে না চাওয়ার নানান ফন্দি। কিন্তু শেষ পর্যন্ত বিরাট ট্রান্সফার ফির দিয়ে বার্সেলোনা থেকে নেমারকে তুলে নিয়েছে পিএসজি।

Advertisement

আরও খবর

অভিষেক পিছিয়ে গেল নেমারের

Advertisement

অর্থের জন্য বার্সা ছাড়েননি, দাবি নেমারের

সব মিটিয়ে দলের সঙ্গে যোগও দিয়েছেন। কিন্তু প্রথম ম্যাচে খেলতে পারেননি কিছু আইনি জটিলতার জন্য। তাতে কী? নেমারকে ঘিরে পিএসজি সমর্থকদের উচ্ছ্বাস তিনি বল পায়ে নামার আগে থেকেই। যার প্রমাণ দিল রাতারাতি ১০ হাজার জার্সি বিক্রি। যার মূল্য ১০০ ইউরো। প্রথম দিনই ১ লক্ষ ইউরো এসেছে পিএসজির ঘরে শুধু নেমারের জার্সি বিক্রি করে। মজা করে এটাও বলা হচ্ছে যদি এ ভাবেই পিএসজি চালাতে থাকে তা হলে মার্চের মাঝামাঝি ট্রান্সফার ফি-র যে মূল্য বার্সাকে দিতে হয়েছে সেটা উঠে আসবে ক্লাবের ঘরে।

পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে সই করলেন নেমার। সেখানে ১০ নম্বর জার্সিই পরবেন তিনি। পিএসজির দুটো স্টোরে যত নেমারের জার্সি এসেছিল সব শেষ হয়ে গিয়েছে। আরও জার্সি আনার প্রস্তুতি চলছে ক্লাব ও জার্সি প্রস্তুতকারী সংস্থার তরফেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন