PV Sindhu

কানাডা ওপেনের সেমিফাইনালে সিন্ধু, লক্ষ্য, পদকের আশা জাগাচ্ছেন দুই ভারতীয় খেলোয়াড়

কানাডা ওপেনের সেমিফাইনালে উঠে গেলেন দুই ভারতীয় খেলোয়াড়। তবে সিন্ধু যতটা সহজে জিতেছেন, লক্ষ্যর জয় ততটা সহজে আসেনি। তিন সেটে ঘাম ঝরিয়ে জিততে হয়েছে তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৮:৪৭
Share:

পিভি সিন্ধু। — ফাইল চিত্র

কানাডা ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠে গেলেন পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন। অলিম্পিক্সে দু’বারের পদকজয়ী সিন্ধু চার বারের সাক্ষাতে প্রথম বার হারালেন ফাং জিয়েকে। ২১-১৩, ২১-৭ গেমে জিতেছেন সিন্ধু। অন্য দিকে, লক্ষ্য সেনকে তিন সেটে লড়াই করতে হল জেতার জন্যে। তিনি জার্মানির জুলিয়েন কারাগিকে হারালেন ২১-৮, ১৭-২১, ২১-১০ গেমে।

Advertisement

সেমিফাইনালে সিন্ধুর সামনে কঠিন লড়াই। বিশ্বের এক নম্বর খেলোয়াড় আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে খেলবেন তিনি। অন্য দিকে লক্ষ্য খেলবেন চতুর্থ বাছাই জাপানের কেন্তা নিশিমোতোর বিরুদ্ধে। ইয়ামাগুচির বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে ১৪-১০ এগিয়ে রয়েছেন সিন্ধু। তবে এ বছর সিঙ্গাপুর ওপেনে ইয়ামাগুচির কাছে হেরেছিলেন তিনি। লক্ষ্য এবং নিশিমোতো মুখোমুখি সাক্ষাতে দু’জনেই একটি করে ম্যাচ জিতেছেন।

জিয়ের বিরুদ্ধে ম্যাচের প্রথম থেকেই এগিয়ে গিয়েছিলেন সিন্ধু। ৫-১ এগিয়ে যান। পরিচিত স্ম্যাশ এবং ড্রপ শটে বিপদে ফেলে দেন জিয়েকে। চিনের খেলোয়াড় প্রচুর আনফোর্সড এরর (অনিচ্ছাকৃত ভুল) করেন। প্রথম সেটের বিরতিতে সিন্ধু ১১-৬ এগিয়ে ছিলেন। সিন্ধুর কোর্ট কভারেজ অনেকটাই ভাল ছিল। যে শটই তাঁর দিকে আসছিল, অনায়াসে রিটার্ন করছিলেন। জিয়ে ব্যবধান কমানোর চেষ্টা করলেও পারেননি। দ্বিতীয় সেটে এক সময় জিয়ে ৫-৩ এগিয়ে গিয়েছিলেন। দ্রুত সিন্ধু নিজের নিয়ন্ত্রণে ম্যাচ নিয়ে নেন। তার পর আর থামানো যায়নি তাঁকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন