শামি নিয়ে আশা-আশঙ্কা

শহরে ধোনি-শাস্ত্রীর টিম হোটেলে সোমবারই ঢুকে পড়লেন মহম্মদ শামি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে বাংলার একমাত্র প্রতিনিধি শেষ পর্যন্ত টিকে থাকবেন কি না এখনও চূড়ান্ত নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৬ ০৩:৫৬
Share:

শহরে ধোনি-শাস্ত্রীর টিম হোটেলে সোমবারই ঢুকে পড়লেন মহম্মদ শামি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে বাংলার একমাত্র প্রতিনিধি শেষ পর্যন্ত টিকে থাকবেন কি না এখনও চূড়ান্ত নয়। বরং আগের দিন ও পার বাংলায় করা অধিনায়ক ধোনির মন্তব্যের প্রেক্ষিতে এ পার বাংলার পেসারের বিশ্বকাপ খেলা নিয়ে প্রশ্ন থাকছে। ধোনি বলে দিয়েছেন, ‘‘আমরা এখনও জানি না বিশ্বকাপের জন্য শামি ফিট হতে পারবে কি না? এখনও ওর সামনে কিছুটা সময় আছে। তবে এই মুহূর্তে বুমরাহ বা নেহরা যে রকম বোলিং করছে তাতে ওদের বসানো কঠিন।’’ খুব সম্ভবত সামনের ক’দিনে ভারতের দু’টো ওয়ার্ম আপ ম্যাচে শামির ফিটনেস দেখা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement