R Praggnanandhaa

R Praggnanandhaa: কার্লসেনের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক প্রজ্ঞানন্দের, তবে ট্রফি জিতলেন বিশ্বচ্যাম্পিয়নই

মায়ামিতে ক্রিপটো কাপে শেষ রাউন্ডে কার্লসেনকে হারান প্রজ্ঞা। ভারতীয় দাবাড়ুর কাছে হারলেও প্রতিযোগিতা জিতলেন বিশ্বচ্যাম্পিয়ন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২২ ১৮:১১
Share:

দাবার বোর্ডের সামনে প্রজ্ঞানন্দ। ফাইল চিত্র

দাবার বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে আরও এক বার হারালেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। এই নিয়ে ভারতের কিশোর গ্র্যান্ড মাস্টারের কাছে তিন বার হারলেন কার্লসেন। তবে প্রজ্ঞার কাছে হারলেও প্রতিযোগিতা জিতলেন কার্লসেন। অন্য দিকে দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হল ভারতীয় দাবাড়ুকে।

Advertisement

মায়ামিতে ক্রিপটো কাপে শেষ রাউন্ডে কার্লসেনকে হারান প্রজ্ঞা। শেষ দিকে পর পর তিনটি গেম জিতলেও পয়েন্টের বিচারে দ্বিতীয় হন তিনি। প্রজ্ঞার পয়েন্ট ১৫। অন্য দিকে ১৬ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা জিতেছেন কার্লসেন।

প্রজ্ঞার কাছে হারলেও প্রতিযোগিতা জিততে পেরে খুশি কার্লসেন। তিনি বলেছেন, ‘‘সারা দিন ধরে খুব খারাপ খেলেছি। তার পরেও জিতেছি। হারতে ভাল লাগে না। কিন্তু সব দিন সমান থাকে না।’’ অন্য দিকে দ্বিতীয় হয়ে খুশি নন প্রজ্ঞা। আরও ভাল ফলের আশা করেছিলেন তিনি। ভারতের ১৭ বছরের দাবাড়ু বলেছেন, ‘‘আরও ভাল ফল হতে পারত। কয়েকটা ম্যাচ খারাপ খেলেছি। তবে সব মিলিয়ে দ্বিতীয় স্থানে শেষ করা খারাপ ফল নয়।’’

Advertisement

আরও এক কিশোর গ্র্যান্ড মাস্টার আলিরেজা ফিরোজাও ভাল খেলেছেন। তিনিও সব মিলিয়ে প্রজ্ঞার সমান ১৫ পয়েন্টে শেষ করেন। কিন্তু প্রজ্ঞার কাছে মুখোমুখি লড়াইয়ে হেরে যাওয়ায় তৃতীয় হন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন