রাফা-জোকারের মাইলফলক

সেরেনা, বার্ডিচ, সঙ্গা, ইভানোভিচের মতো বাছাই তারকাদের স্বচ্ছন্দে তৃতীয় রাউন্ডে ওঠার দিন রোলাঁ গারোয় ব্যক্তিগত মাইলফলক গড়লেন রাফা নাদাল এবং জকোভিচ।

Advertisement
শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ০৪:২৮
Share:

সেরেনা, বার্ডিচ, সঙ্গা, ইভানোভিচের মতো বাছাই তারকাদের স্বচ্ছন্দে তৃতীয় রাউন্ডে ওঠার দিন রোলাঁ গারোয় ব্যক্তিগত মাইলফলক গড়লেন রাফা নাদাল এবং জকোভিচ। ন’বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদাল এ দিন আর্জেন্তিনার বাগিন্সকে ৬-৩, ৬-০, ৬-৩ উড়িয়ে বিশ্বের মাত্র অষ্টম প্লেয়ার হিসেবে ২০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতলেন। বিশ্বের এক নম্বর জকোভিচ বেলজিয়ামের স্টিভ দারকিস ওরফে সার্কিটের ‘হাঙর’কে স্ট্রেট সেটে বধ করে ফরাসি ওপেনে জয়ের হাফসেঞ্চুরি পূর্ণ করলেন। এ দিকে মিক্স়ড ডাবলসে প্রথম রাউন্ডের বাধা টপকেছেন দ্বিতীয় বাছাই সানিয়া-ডডিগ এবং গত মরসুমে তিন মেজর জয়ী লিয়েন্ডার-হিঙ্গিস জুটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement