Rafael Nadal

Rafael Nadal: পাঁজরের চোট সারিয়ে নাদাল কোর্টে ফিরছেন মাদ্রিদ ওপেনে

ইন্ডিয়ান ওয়েলস ওপেনের সেমিফাইনালে চোট পান। জিতলেও ফাইনালে শেষ রক্ষা করতে পারেননি নাদাল। খেলতে পারেননি মায়ামি, মন্টে কার্লো, বার্সেলোনা ওপেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২২ ১৭:১৮
Share:

রাফায়েল নাদাল। ফাইল ছবি।

পাঁজরের চোট সারিয়ে মাদ্রিদ ওপেনে ফিরছেন রাফায়েল নাদাল। চলতি মরসুমে টানা ২০টি ম্যাচে জয়ের পর চোটের জন্য কোর্টের বাইরে চলে যান ২১টি গ্র্যান্ড স্লামের মালিক। ফ্রেঞ্চ ওপেনেও তাঁকে দেখতে পাওয়া যাবে।

এই মরসুমে এখনও পর্যন্ত অস্ট্রেলীয় ওপেন-সহ তিনটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। মাদ্রিদে ঘরের কোর্টে মরসুমের চতুর্থ ট্রফি ঘরে তুলতে চান নাদাল। পাঁজরের হাড়ে চিড় ধরায় এক মাস কোর্টের বাইরে ছিলেন তিনি। এখন অবশ্য সম্পূর্ণ সুস্থ। ইন্ডিয়ান ওয়েলস ওপেনের সেমিফাইনালে চোট পান তিনি। চোট নিয়েই সেমিফাইনাল জিতলেও ফাইনালে শেষ রক্ষা করতে পারেননি নাদাল। খেলতে পারেননি মায়ামি, মন্টে কার্লো এবং বার্সেলোনা ওপেন।

Advertisement

আগে পাঁচ বার মাদ্রিদ ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। ষষ্ঠ বার খেতাব জয়ের লক্ষ্যে এ বার নামবেন ৩৫ বছরের টেনিস খেলোয়াড়। সব কিছু ঠিকঠাক চললে প্রতিযোগিতার সেমিফাইনালে নাদাল মুখোমুখি হবেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচের। উল্লেখ্য জোকোভিচকে এখনও সেরা ছন্দে দেখা যায়নি এই মরসুমে। ঘরের কোর্টে সার্বিয়া ওপেনের ফাইনালেও তিনি হেরেছেন আন্দ্রে রুবলেভের কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন