ড্রয়ের দিকে এগোচ্ছে বৃষ্টিবিঘ্নিত ফতুল্লা টেস্ট

বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতের। প্রথম দিনে ৫৯ ওভার খেলা হলেও বৃষ্টির দাপটে দ্বিতীয় দিন হোটেল থেকেই বেরোতে পারেননি ক্রিকেটাররা। শুক্রবার তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের কিছুটা আগে শুরু হলেও ফের বাধ সাধলেন বরুণদেব। লাঞ্চ পর্যন্ত খেলা হলেও ফের শুরু হয় বৃষ্টি। পরে স্থানীয় সময় বেলা পৌনে দু’টো নাগাদ খেলা শুরু হলেও বার বার বন্ধ হয়ে বিকাল ৪টে নাগাদ দিনের মতো খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ১৩:০৩
Share:

বিজয়ের শতরান। ছবি: এএফপি।

বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতের। প্রথম দিনে ৫৯ ওভার খেলা হলেও বৃষ্টির দাপটে দ্বিতীয় দিন হোটেল থেকেই বেরোতে পারেননি ক্রিকেটাররা। শুক্রবার তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের কিছুটা আগে শুরু হলেও ফের বাধ সাধলেন বরুণদেব। লাঞ্চ পর্যন্ত খেলা হলেও ফের শুরু হয় বৃষ্টি। পরে স্থানীয় সময় বেলা পৌনে দু’টো নাগাদ খেলা শুরু হলেও বার বার বন্ধ হয়ে বিকাল ৪টে নাগাদ দিনের মতো খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

Advertisement

খেলা পণ্ড হয়ে যাওয়ার ভয়ে তৃতীয় দিনের শুরু থেকেই মারমুখি ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। ধবনের পাশাপাশি বাংলাদেশী বোলারদের আক্রমণ করতে থাকেন বিজয়ও। শেষ পর্যন্ত ২৮৩ রানে প্রথম উইকেট পড়ে ভারতের। সাকিবের বলে ১৭৩ রানে আউট হন ধবন। নিজের পঞ্চম শতরান করে আউট হন বিজয়ও। এ দিন দেড়শো করার পাশাপাশি শেষ বারো মাসে এক হাজার রানের গণ্ডিও পেরোলেন তিনি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তিনিই একমাত্র এই নজির গড়লেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। মাত্র দু’রানের জন্য শতরান হাতছাড়া করেন রাহানে।

দ্রুত রান তুলতে গিয়ে বিরাট কোহলি, রোহিত শর্মা আউট হলেও আক্রমণ থামাননি বিজয়-রাহানেরা। চতুর্খ উইকেটে আজিঙ্ক রাহানের সঙ্গে ১১০ রানের পার্টনারশিপ করেন তিনি। লাঞ্চে ভারতের স্কোর দাঁড়ায় ৩৯৮/৩। দুপুরে ফের বৃষ্টি শুরু হয় ফতুল্লায়। পরে খেলা শুরু হলে দ্রুত উইকেট হারাতে থাকে ভারত। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৬২/৬।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন