ক্যান্সার সচেতনতায় গোলাপি জার্সিতে রাজস্থান

ইভেন্ট ছবি দলের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্টে পোস্ট করা হবে। মূল জার্সির রং গোলাপি। সঙ্গে যোগ করা হয়েছে টিল ও বার্গেন্ডি। রাজস্থান রয়্যালসের এই ক্য়াম্পেন রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে চলছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মে ২০১৮ ১৯:০২
Share:

গোলাপি জার্সি হাতে রাহানেরা। ছবি: রাজস্থান রয়্যালসের ফেসবুক।

গোলাপি জার্সিতে খেলবে রাজস্থান রয়্যালস। পরের হোম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ক্য়ান্সারের সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ রাজস্থানের। রাজস্থান রয়্যালসেরই নিজস্ব প্রকল্প ক্য়ান্সার আউট ক্য়াম্পেনের সৌজন্যে বুধবার অধিনায়ক অজিঙ্ক রাহানে, হেনরিক ক্লাসেন, কৃষ্ণাপ্পা গৌথম ও মাহিপাল লোমরোর সেই গোলাপি জার্সি নিয়ে ফটোশুট করেন।

Advertisement

রাহানে বলেন, ‘‘একজন প্লেয়ার হিসেবে এটা খুব ছোট্ট উদ্যোগ কিন্তু একটা বড় পদক্ষেপ ক্য়ানসারমুক্ত সমাজের দিকে। চেষ্টা করব আমরা আমাদের সেরাটা দিতে এ ব্যাপারে সচেতনতার জন্য।’’

ইভেন্ট ছবি দলের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্টে পোস্ট করা হবে। মূল জার্সির রং গোলাপি। সঙ্গে যোগ করা হয়েছে টিল ও বার্গেন্ডি। রাজস্থান রয়্যালসের এই ক্য়াম্পেন রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে চলছে। সঙ্গে রয়েছে, ন্যাশনাল ক্যান্সার গ্রিড। ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটি ও রাজস্থানের ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement