শেষ বলে জিতে চারে চার রাজস্থানের

টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলে দরকার ছিল মাত্র এক রান। কিন্তু চাপে না পড়ে শেষ বলে চার মেরে রাজস্থান রয়্যালসকে জয় এনে দিলেন জেমস ফকনার। সানরাইজার্স হায়দরাবাদকে ছ’উইকেটে হারিয়ে এ বারের আইপিএলে চার নম্বর জয় ছিনিয়ে নিয়ে গেল স্টিভ স্মিথের দল।

Advertisement

সংবাদ সংস্থা

বিশাখাপত্তনম শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৫ ০৩:২৪
Share:

টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলে দরকার ছিল মাত্র এক রান। কিন্তু চাপে না পড়ে শেষ বলে চার মেরে রাজস্থান রয়্যালসকে জয় এনে দিলেন জেমস ফকনার। সানরাইজার্স হায়দরাবাদকে ছ’উইকেটে হারিয়ে এ বারের আইপিএলে চার নম্বর জয় ছিনিয়ে নিয়ে গেল স্টিভ স্মিথের দল।

Advertisement

বিশাখাপত্তনমে টস জিতে সানরাইজার্সকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ। সাউদি, ক্রিস মরিসদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে সে ভাবে সংহারক মেজাজে দেখা যায়নি ডেভিড ওয়ার্নার (২১), শিখর ধবনকে (১০)। মিডল অর্ডারে হায়দরাবাদের হয়ে ইয়ন মর্গ্যান (২৭), রবি বোপারারাও (২৩) বড় রান পাননি। ফলে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে হায়দরাবাদের ইনিংস শেষ হয় ১২৭ রানে।

জবাবে ভুবনেশ্বর, প্রবীণ কুমারদের বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন অজিঙ্কা রাহানে (৬২), সঞ্জু স্যামসনরা (২৬)। কিন্তু শেষের দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে সানরাইজার্স পাল্টা চাপ দিলেও ম্যাচ বের করা সম্ভব হয়নি হায়দরাবাদের পক্ষে। চার উইকেট হারিয়েই জয়ের রান তুলে নেয় রাজস্থান। ম্যাচের সেরা রাহানে।

Advertisement

সংক্ষিপ্ত স্কোর

সানরাইজার্স হায়দরাবাদ-১২৭-৫ (মর্গ্যান ২৭)

রাজস্থান রয্যালস ১৩১-৪ (রাহানে ৬২, রবি বোপারা ২-১৮)।

উপরে উপরে ফুরফুরে মেজাজ। কোথাও জিম করতে গিয়ে সেলফি, কোথাও টিম বাসে।
কিন্তু কিঙ্গস ইলেভেন পঞ্জাবই হোক বা কেকেআর— ভিতরে ভিতরে চাপা টেনশন।
ম্যাক্সওয়েলের খারাপ ফর্ম নিয়ে প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত হয়ে পড়ছেন কোচ সঞ্জয় বাঙ্গার।
নাইটরা আবার খুঁজে চলেছেন সাকিব আল হাসানের বদলি। পাশাপাশি ভেসে আসছে
সুনীল নারিনকে নিয়ে নানা অপ্রীতিকর প্রশ্নও। নীচে ক্যামেরাবন্দি আইপিএল তারকারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন