Ramdas Athawale

বিরাটদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

গোটা ভারতীয় দলের উপর গড়াপেটার আঙুল তুললেও, শনিবার রামদাসের অভিযোগের মূল লক্ষ্য ছিলেন অধিনায়ক বিরাট কোহালি এবং যুবরাজ সিংহ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৭ ২৩:০১
Share:

রামদাস অটওয়াল। ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে ডামাডোল অব্যাহত। অনিল কুম্বলে-বিরাট কোহালির দ্বন্দ্ব মিটতে না মিটতেই, জাতীয় দলের উপর ম্যাচ গড়াপেটার অভিযোগ তুললেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস অটওয়াল।

Advertisement

গোটা ভারতীয় দলের উপর গড়াপেটার আঙুল তুললেও, শনিবার রামদাসের অভিযোগের মূল লক্ষ্য ছিলেন অধিনায়ক বিরাট কোহালি এবং যুবরাজ সিংহ। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালকে কেন্দ্র করে রামদাসের অভিযোগ, “যারা গোটা টুর্নামেন্টে এত ভাল খেলল তারা কী করে ফাইনালের মতো ম্যাচে ১৮০ রানে হারতে পারে!”

আরও পড়ুন: পুরনো মদের সঙ্গে নিজেকে তুলনা করলেন মাহি

Advertisement

গুরুত্বপূর্ণ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বিরাট ও যুবরাজের ব্যাটে রানের খরার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “অধিনায়ক বিরাট কোহালি এবং দলের অন্যতম ক্রিকেটার যুবরাজ সিংহের খেলা দেখে সে দিন মনে হচ্ছিল যেন ম্যাচ হারার জন্য খেলছেন তাঁরা।” আর এখানেই ম্যাচ গড়াপেটার প্রসঙ্গ তুলে আনেন তিনি। রামদাস বলেন, “এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ ফিক্সড ছিল। আমরা অবিলম্বে এর নিরপেক্ষ তদন্তের দাবি করছি।”

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের কাছে রেকর্ড ১৮০ রানে হার, কোচ কুম্বলের পদত্যাগের রামদাসের এই অভিযোগ যে বিরাটদের অস্বস্তি বাড়াল তা বলা যেতেই পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement