জামিনে মুক্ত রঞ্জি দলে

কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে গ্রেফতার হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পান। তিনি মধ্যপ্রদেশের ক্রিকেটার রামিজ খান। গ্রেফতার হওয়ার পর রঞ্জি দল থেকে বাদ পড়েছিলেন। এ বার সেই অভিযুক্ত ক্রিকেটারকেই রঞ্জি দলে ফেরানো হল।

Advertisement
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩৮
Share:

কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে গ্রেফতার হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পান। তিনি মধ্যপ্রদেশের ক্রিকেটার রামিজ খান। গ্রেফতার হওয়ার পর রঞ্জি দল থেকে বাদ পড়েছিলেন। এ বার সেই অভিযুক্ত ক্রিকেটারকেই রঞ্জি দলে ফেরানো হল। এক দিকে বরোদায় যখন জেল খেটে ফেরা কোচ, তখন মধ্যপ্রদেশ দলে অভিযুক্ত ক্রিকেটার। মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার সিইও রোহিত পন্ডিত এই ব্যাপারে বলেন, ‘‘রামিজের বিরুদ্ধে অভিযোগ তো এখনও প্রমানিত হয়নি। ওকে পারফরম্যান্স ও যোগ্যতার ভিত্তিতে দলে নেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement