কুম্বলের কমিটি থেকে ইস্তফা শাস্ত্রীর

আইসিসি-র যে কমিটির প্রধান অনিল কুম্বলে, সেই ক্রিকেট কমিটি থেকে ইস্তফা দিলেন রবি শাস্ত্রী। এ দিন শাস্ত্রী বলেন, ‘‘ব্যক্তিগত কাজের জন্যই ইস্তফা দিতে বাধ্য হলাম।’’ টিভি-মিডিয়ায় তাঁর বিশেষজ্ঞের ভূমিকার চাপকেই এই ইস্তফার কারণ বলে দাবি করলেও ক্রিকেট মহলে গুঞ্জন যে, কুম্বলেকে এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ০৩:৪৭
Share:

আইসিসি-র যে কমিটির প্রধান অনিল কুম্বলে, সেই ক্রিকেট কমিটি থেকে ইস্তফা দিলেন রবি শাস্ত্রী। এ দিন শাস্ত্রী বলেন, ‘‘ব্যক্তিগত কাজের জন্যই ইস্তফা দিতে বাধ্য হলাম।’’ টিভি-মিডিয়ায় তাঁর বিশেষজ্ঞের ভূমিকার চাপকেই এই ইস্তফার কারণ বলে দাবি করলেও ক্রিকেট মহলে গুঞ্জন যে, কুম্বলেকে এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিলেন। কুম্বলের ভারতীয় দলের কোচ হয়ে আসা নিয়েই সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবৃতির লড়াইয়ে জড়িয়ে পড়েন শাস্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন