Ravi Shastri

Ravi Shastri: কোভিড আক্রান্ত রবি শাস্ত্রী, ভারতীয় দলের কোচ-সহ আরও চার রয়েছেন নিভৃতবাসে

করোনা আক্রান্ত রবি শাস্ত্রী। রয়েছেন নিভৃতবাসে। ভারতীয় দলের আরও তিন সাপোর্ট স্টাফকেও নিভৃতবাসে পাঠানো হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৮
Share:

করোনা আক্রান্ত রবি শাস্ত্রী। —ফাইল চিত্র

করোনা আক্রান্ত রবি শাস্ত্রী। নিভৃতবাসে রয়েছেন ভারতীয় দলের কোচ। ভারতীয় দলের আরও তিন সাপোর্ট স্টাফকেও নিভৃতবাসে পাঠানো হয়েছে। জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বোর্ডের তরফে জয় শাহ বলেন, ‘‘ভারতীয় দলের চিকিৎসকরা কোচ রবি শাস্ত্রীকে নিভৃতবাসে পাঠিয়েছেন। সেই সঙ্গে নিভৃতবাসে পাঠানো হয়েছে বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ফিজিয়োথেরাপিস্ট নিতিন পটেলকে। শনিবার ফ্লো টেস্টে শাস্ত্রীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। আরটি পিসিআর পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।’’

Advertisement

ভারতীয় দল ইতিমধ্যেই ওভালে খেলতে নেমে পড়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে ১৭১ রানে এগিয়ে ছিল তারা। রবিবার বড় রানের লক্ষ্য মাত্রা রাখতে ভরসা বিরাট কোহলীদের ব্যাট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement