নজিরের সামনে রিয়াল: সম্রাট ৭৪, সি আর সেভেন ৬৩

খেতাবের সঙ্গে নজর নজিরে

লা লিগায় বুধবারের রাতের পর আরও একটি ম্যাচ বাকি থাকছে রিয়াল মাদ্রিদের। থাকছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। খেতাবি যুদ্ধের পাশাপাশি অনন্য এক রেকর্ডকেও তাড়া করছে জিনেদিন জিদানের দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ০৩:২০
Share:

লা লিগায় বুধবারের রাতের পর আরও একটি ম্যাচ বাকি থাকছে রিয়াল মাদ্রিদের। থাকছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। খেতাবি যুদ্ধের পাশাপাশি অনন্য এক রেকর্ডকেও তাড়া করছে জিনেদিন জিদানের দল।

Advertisement

রিয়াল খুব কাছাকাছি চলে এসেছে কিংবদন্তি পেলের স্যান্টোসের একটি রেকর্ডের। ষাটের দশকে পেলের জাদুতে স্যান্টোস টানা ৭৪টি ম্যাচে গোল করার রেকর্ড করেছিল। এখনও পর্যন্ত টানা গোল করার হিসেবে সেটাই সর্বোচ্চ ম্যাচ সংখ্যা হয়ে রয়েছে। এর থেকে বেশি সংখ্যক ম্যাচ কেউ টানা গোল করে যেতে পারেনি।

পেলের স্যান্টোস-কে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে অবশ্য ফেলে দিয়েছে রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ। বুধবার লা লিগায় সেল্টা ভিগো ম্যাচে খেলতে নামার আগে রোনাল্ডোরা টানা ৬২টি ম্যাচ জিতেছেন। লা লিগায় বাকি দু’টি ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স লিগে জিতে থাকলে পরের মরসুমে কিন্তু পেলে এবং তাঁর বিখ্যাত ক্লাব স্যান্টোসের দখলে থাকা বহু পুরনো এই রেকর্ড তাঁরা ভেঙে দিতে পারেন। রিয়াল শেষ কোনও ম্যাচে গোল করতে পারেনি গত বছর চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডে গিয়ে ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে প্রথম পর্বে। সেটা ছিল ২৬ এপ্রিল, ২০১৬।

Advertisement

রোনাল্ডোর রিয়াল

• টানা ৬৩ ম্যাচে গোল

• রিয়ালের গোল ১৭৫

• রোনাল্ডোর গোল ৪৩

পেলের স্যান্টোস

• টানা ৭৪ ম্যাচে গোল

• স্যান্টোসের গোল ২৪৫

• পেলের গোল ৮৫

বিশ্ব ফুটবলে এই মুহূর্তে তিনটি বিষয় সবচেয়ে চর্চিত। এক) লা লিগায় রুদ্ধশ্বাস শেষ পর্বে খেতাব কে জিতবে? দুই) ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম চারের মধ্যে থাকতে পারবে ম্যাঞ্চেস্টার সিটি, আর্সেনাল এবং লিভারপুলের মধ্যে কোন তিনটি দল? তিন) রোনাল্ডোর রিয়াল কি পারবে পেলের স্যান্টোসের রেকর্ড ভাঙতে?

এ যুগের দলগুলির মধ্যে বায়ার্ন মিউনিখের টানা ৬১টি ম্যাচে গোল করার রেকর্ড রোনাল্ডোরা ভেঙেই দিয়েছেন। সামনে শুধু ফুটবল সম্রাট!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement