রিয়ালের শীর্ষে ওঠার রাতে অভিনব বিতর্কে রোনাল্ডো

লা লিগায় তাদের শহরেরই অন্য দলের এ বারের টুর্নামেন্টে প্রথম হারের সৌজন্যে রিয়াল পয়েন্ট টেবলে শীর্ষে উঠল। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফের বিতর্কে। এবং অভিনব কারণে! গত রাতে আলভারো মোরাতার শেষ লগ্নের গোলে রিয়াল মাদ্রিদ ২-১ হারায় অ্যাথলেটিক বিলবাও-কে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ০৩:৪০
Share:

লা লিগায় তাদের শহরেরই অন্য দলের এ বারের টুর্নামেন্টে প্রথম হারের সৌজন্যে রিয়াল পয়েন্ট টেবলে শীর্ষে উঠল। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফের বিতর্কে। এবং অভিনব কারণে!

Advertisement

গত রাতে আলভারো মোরাতার শেষ লগ্নের গোলে রিয়াল মাদ্রিদ ২-১ হারায় অ্যাথলেটিক বিলবাও-কে। যার পাশাপাশি আটলেটিকো মাদ্রিদ এ বারের স্প্যানিশ লিগের প্রথম ম্যাচ হেরে যায় সেভিয়ার কাছে ০-১। ফলে সেভিয়ার থেকেই এক পয়েন্টে এগিয়ে রোনাল্ডোরা লিগ টেবলে সবার উপরে এখন। বার্সেলোনা ও ভিয়ারিয়ালের থেকে দু’পয়েন্টে এগিয়ে রিয়াল মাদ্রিদ।

কিন্তু এমন দিনেও রিয়াল ভক্তদের থেকে টিটকিরি হজম করতে হল রোনাল্ডোকে। প্রথমত রিয়াল গোলমেশিন এই ম্যাচেও গোলশূন্য। তার উপর নিজে গোল করার জন্য রোনাল্ডো এতই ব্যতিব্যস্ত ছিলেন যে, বিপক্ষ গোলের সামনে তাড়াহুড়ো করে কিপার গোর্কা ইরাইজজের গায়ে সটান মেরে বসেন। যখন কিনা রোনাল্ডোর দুই সতীর্থ ইস্কো ও বেঞ্জিমা অনেক বেশি ভাল স্কোরিং পজিশনে ছিলেন। এবং রোনাল্ডোর কাছে হাতের ইসারায় প্রায় কাতর অনুরোধ করছিলেন বলটা ব্যাক পাস করার! কিছু পরে টনি ক্রুজকে পাস বাড়ালে যেখানে অবধারিত গোল, তখনও রোনাল্ডো নিজে বিলবাও গোলে মেরে বসেন। যেটা সহজেই আটকে দেন গোলকিপার ইরাইজজ।

Advertisement

এখানেই রোনাল্ডোর স্বার্থপরতার শেষ নেই বলে অভিযোগ উঠছে রিয়াল ভক্তদের মধ্যে। কারণ, ম্যাচের শেষের দিকে পরিবর্ত মোরাতার যে গোলে রিয়ালের গুরুত্বপূর্ণ জয়, সেটাও আর একটু হলে বানচাল হয়ে যাচ্ছিল নাকি রোনাল্ডোর অদ্ভুত আচরণের ধাক্কায়! ব্যাপারটা হল, খেলার শুরুতে ইস্কোর পাসে বেঞ্জিমা রিয়ালকে এগিয়ে দিলেও মেরিনোর গোলে বিলবাও ১-১ করার পর একটা সময় ম্যাচ ড্র-ই হতে চলেছে মনে হচ্ছিল। এমন সময় জিনেদিন জিদান নামান মোরাতাকে। যিনি নামার কয়েক মিনিটের মধ্যে জয়ের গোল এনে দেন জিদানের দলকে। কিন্তু সেই বলটার জন্যও রোনাল্ডো এতটাই মরিয়া ছিলেন যে, মোরাতার শট বিলবাও জালে জড়াতেই আচমকা সহকারী রেফারির দিকে হাত তোলেন সিআর সেভেন। পরক্ষণেই হাত নামিয়ে নিজের উরুতে চাপড় মারেন।

যে অভিনব ঘটনাকে অনেকে মনে করছেন, রোনাল্ডো আসলে নিজের দলের গোলের বিরুদ্ধেও বোধহয় অফসাইডের আবেদন করতে গিয়েছিলেন! পর মুহূর্তে নিজের ভুল বুঝে হাত নামিয়ে উরুতে চাপড় মেরে ব্যাপারটাকে হাল্কা করে দেন। কিন্তু ততক্ষণে ফুটবলমহলে প্রশ্ন উঠে গিয়েছে, নিজে গোল না পেলে রোনাল্ডো কি সতীর্থের গোলও নাকচ করে দিতে চাইছেন এখন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement