রোনাল্ডো-মেসিদের ট্রফি ফয়সালার দিন

রিয়াল মাদ্রিদ কি পারবে মালাগার বিরুদ্ধে ড্র করে পাঁচ বছর পরে লা লিগা জিততে? নাকি বার্সেলোনা ফের শেষ মুহূর্তে ছিনিয়ে নিয়ে যাবে রোনাল্ডোদের মুখের হাসি? লা লিগায় আজ সেই ফয়সালার দিন। পরিস্থিতি অনুযায়ী মালাগার বিরুদ্ধে ড্র করতে পারলেই চ্যাম্পিয়ন রিয়াল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মে ২০১৭ ০৪:০৪
Share:

শেষ ম্যাচের আগে অনুশীলনে মরিয়া সেই মেসি। ছবি: টুইটার

রিয়াল মাদ্রিদ কি পারবে মালাগার বিরুদ্ধে ড্র করে পাঁচ বছর পরে লা লিগা জিততে? নাকি বার্সেলোনা ফের শেষ মুহূর্তে ছিনিয়ে নিয়ে যাবে রোনাল্ডোদের মুখের হাসি? লা লিগায় আজ সেই ফয়সালার দিন।

Advertisement

পরিস্থিতি অনুযায়ী মালাগার বিরুদ্ধে ড্র করতে পারলেই চ্যাম্পিয়ন রিয়াল। কিন্তু রিয়াল যদি হারে আর বার্সা তাদের ম্যাচে আইবারকে হারায় তা হলে চ্যাম্পিয়ন মেসিরা। কারণ লা লিগার নিয়ম অনুযায়ী দু’দলের পয়েন্ট যদি সমান থাকে তা হলে মুখোমুখি সাক্ষাতের ফল দেখা হয়। এই মরসুমে দুটো এল ক্লাসিকোয় অপরাজিত বার্সা। বের্নাবাওতে রিয়ালকে হারিয়েছে। আবার ন্যু কাম্পের ক্লাসিকো ড্র হয়।

রবিবার একই সময় নামছে দু’দল। মালাগার বিরুদ্ধে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে আত্মবিশ্বাসে ফুটছে রিয়াল শিবির। জিদান বলছেন, ‘‘আমরা রিয়াল। জয় জিনিসটা আমাদের ডিএনএ-তে রয়েছে। তবু ফুটবলারদের মনে করাতে চাই এখনও আমরা চ্যাম্পিয়ন হইনি।’’ রিয়াল ফুরফুরে মেজাজে থাকলেও বার্সায় টেনশনের চোরাস্রোত। বার্সা ম্যানেজার লুইস এনরিকে মনে করছেন, সবকিছু নির্ভর করছে রিয়ালের ওপর। ‘‘আমরা যত গোল করি না কেন রিয়াল না হারলে কোনও লাভ নেই। আমরা আমাদের কাজটা করব,’’ বলছেন এনরিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement