আমি এখন রিয়ালের, মত জিজুর

যেন ঈশ্বর প্রদত্ত এক যুগলবন্দি। রিয়াল মাদ্রিদ এবং জিনেদিন জিদান। কখনও যা ব্যর্থ হতে পারে না। এই ক্লাবের হয়ে ফুটবলার হিসেবে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এ বার কোচ হিসেবেও ইউরোপ সেরার খেতাব জেতার অপেক্ষায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মে ২০১৭ ০৪:৩৯
Share:

যেন ঈশ্বর প্রদত্ত এক যুগলবন্দি। রিয়াল মাদ্রিদ এবং জিনেদিন জিদান। কখনও যা ব্যর্থ হতে পারে না। এই ক্লাবের হয়ে ফুটবলার হিসেবে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এ বার কোচ হিসেবেও ইউরোপ সেরার খেতাব জেতার অপেক্ষায়।

Advertisement

আগামী ৩ জুন কার্ডিফের ফাইনাল নিয়ে আর একটি নাটকীয় উপাদান থাকছে। একটা সময় যে য়ুভেন্তাসেরও খুব প্রিয় ফুটবলার ছিলেন জিদান। তুরিনে ইতালীয় ক্লাবের দেওয়ালে এখনও ঝুলছে তাঁর মুখ। নীচে লেখা, জিনেদিন জিদান— ১৯৯৬-২০০১।

‘‘য়ুভেন্তাস আমাকে সব কিছু দিয়েছে,’’ পুরনো ক্লাবের সঙ্গে দ্বৈরথ নিয়ে বলেছেন জিদান। দ্রুত এর পর যোগ করেন, ‘‘এখন আমার ক্লাবের নাম রিয়াল মাদ্রিদ। দারুণ ফাইনাল হবে। ওরা এখানে পৌঁছনোর কষ্টসাধন করেছে। আমরাও করেছি।’’ জিদান সবচেয়ে খুশি যে ভাবে দু’গোল খাওয়ার পরেও রিয়াল ফিরে এসে একটি গোল করল, তা দেখে। বলছেন, ‘‘ধৈর্য ধরে পড়েছিলাম। জানতাম সুযোগ আসবে।’’

Advertisement

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুই বিরাট নির্ভরতা নয়: কপিল

কার্লো আনচেলোত্তির সহকারী হিসেবে থাকার পরে রিয়ালের প্রধান কোচ হিসেবে জিদান দায়িত্ব নেন ২০১৬-র জানুয়ারিতে। এক বছরের মধ্যেই তিনি লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জোড়া খেতাব জয়ের মুখে। সেই লক্ষ্য পূরণ করে ফেললে ফিফার সেরা কোচও হয়ে যেতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন