ফিল্ডিংয়ের সময় চহাল কেন চশমা পরে জানেন?

ওয়ান ডে সিরিজ এবং টি২০-তে চহালকে দেখা গিয়েছে ফিল্ডিং করার সময় চশমা পরে থাকতে। বোলিং বা ব্যাটিংয়ের সময় কিন্তু চশমা পরেন না চহাল। রহস্যটা ঠিক কী? ফাঁস করলেন চহালের বাবা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৫১
Share:

ওয়ান ডে সিরিজে চশমা পরেই ফিল্ডিং করতে দেখা গিয়েছে চাহালকে।

রিস্টস্পিন। কুলদীপ এবং তাঁর হাত ধরে এই শব্দের সঙ্গে যেন নতুন ভাবে পরিচিত হয়েছে ক্রিকেট বিশ্ব। ওয়ান ডে-তে তাঁর ঘূর্ণিতে যত নাকানিচোবানি খেয়েছেন ব্যাটসম্যানরা, ততই তাঁকে নিয়ে বেড়েছে সমর্থকদের আগ্রহ।

Advertisement

সেই যুজবেন্দ্র চহালকে নিয়ে এখন নতুন এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ফিল্ডিংয়ের সময় তিনি চশমা পরেন কেন?

ওয়ান ডে সিরিজ এবং টি২০-তে চহালকে দেখা গিয়েছে ফিল্ডিং করার সময় চশমা পরে থাকতে। বোলিং বা ব্যাটিংয়ের সময় কিন্তু চশমা পরেন না চহাল। রহস্যটা ঠিক কী? ফাঁস করলেন চহালের বাবা।

Advertisement

আরও পড়ুন: ওয়ানডে-তে সচিনের যে রেকর্ডগুলি ভেঙে দিতে পারেন বিরাট

ছেলের চশমা পরা নিয়ে বলেন, “দক্ষিণ আফ্রিকা সিরিজের ঠিক আগে চোখ দেখাতে গিয়েছিল ও। চোখের কোনও সমস্যা না থাকলেও তাঁকে চিকিত্সক বলেন, সম্ভব হলে মাঝে মধ্যে চশমা পরতে। এর পর থেকে ও নিজেই ঠিক করেছে, বল বা ব্যাট করার সময় না হলেও ফিল্ডিংয়ের সময়ে চশমা পরবে।”

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরেই চহাল সরকারি চাকরিতে যোগ দেবেন বলেও জানিয়েছেন তিনি। দিল্লিতে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হিসাবে যোগ দেবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement