বিরাট কোহালি। ছবি: সংগৃহীত।
বিরাট কোহালি, ভারতীয় ক্রীড়াজগতের অন্যতম সেরা নক্ষত্র তিনি। ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়কের ওয়ান ডে অভিষেক ঘটে ১৮ অগস্ট, ২০০৮ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে। বর্তমানে ভারতের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়াও আইপিএলের দল বয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর অধিনায়ক তিনি। আজ তাঁর শুভ জন্মদিন।
আরও পড়ুন: লেডি লাকেই বিরাট জেন্টলম্যান
আরও পড়ুন: বার্থডে বয় কোহালির এই বিরাট রেকর্ডগুলি সম্পর্কে জানেন!
আসুন, এবার একটু জ্যোতিষের দিকে ফিরি। জ্যোতিষ বিচার কোহলির এই উত্থান কী ভাবে ব্যাখ্যা করে?
১৯৮৮ সালের ৫ই নভেম্বর, শনিবার বিরাট কোহালি দিল্লিতে জন্মগ্রহণ করেন। কোহালি কন্যা রাশির জাতক। তিনি সৌভাগ্যবান সন্তান হিসেবেই জন্মগ্রহণ করেন। অবশ্য অস্বাভাবিক কঠিন পরিশ্রমের ফলস্বরূপ সাফল্য নিশ্চিত করেন। জন্মকুণ্ডলীতে নীচভঙ্গঁ রাজযোগ জীবনে উন্নতি লাভে সহায়ক হয়েছে। রাশিচক্রে মঙ্গল এবং বৃহস্পতির ষটকোণ অবস্থান কোহালিকে এমন এক সম্পন্ন ব্যক্তি বলে পরিগণিত করবে যার উদ্যমশীলা এবং উচ্চাশার গুণ থাকবে। সাহসী মনোভাব এবং সুস্থ ভাব কোহালির জন্য প্রশংসার সঙ্গে শ্রদ্ধা ও সম্মান ডেকে আনবে। ক্রীড়া কর্মের জন্য গ্রহদৃষ্টিফল কার্যকারী ভূমিকা পালন করছে। মঙ্গল চতুস্কোণ শনি দৃষ্টি কোহালির কর্মে সাফল্য লাভে সহায্য করবে এবং দ্বায়িত্বভার বহন করতে সক্ষম হবেন। কোহলির জন্মকুণ্ডলীতে বুধ গ্রহের বিশেষ রকম বল রয়েছে। কেননা অষ্টক বর্গে এটা খুবই শক্তিশালী। এর প্রভাবের দরুন রাষ্ট্রীয় এমনকী আন্তর্জাতিক প্রশংসা লাভ করতে সুবিধা হচ্ছে তাঁর। আগামীতে বিরাট কোহালির আরও সাফল্য কামনা করি।