Kitchen Tips

চপ ভাজার পর আবার সেই তেলেই বেগুনি ভাজবেন? ২ মিনিটেই পরিষ্কার করে ফেলুন পোড়া তেল

তেল না ছেঁকেই কিন্তু খুব সহজেই আপনি পোড়া তেল আবার ব্যবহারের যোগ্য করে তুলতে পারেন। হেঁশেলের একটি উপাদান দিয়েই সমস্যার সমাধান করতে পারেন। জেনে নিন কী ভাবে করবেন মুশকিল আসান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৮:১৮
Share:

কোন কৌশলে পোড়া তেল দু’মিনিটেই পরিষ্কার হবে? ছবি: সংগৃহীত।

শীতকালে সন্ধেবেলায় অনেকেরই একটু ভাজাভুজি খেতে মন চায়। কিন্তু সমস্যায় পড়তে হয় যখন বেগুনি, আলুর চপ, ফিশ ফ্রাই বা ডিমের চপ ভাজার পর তেলে ভাজাভুজির পোড়া অংশ ছড়িয়ে যায়। তখন নতুন করে কিছু ভাজতে গেলে সমস্যা হয়। পোড়া তেলকে কি আবার সহজেই ব্যবহারযোগ্য করা যায়?

Advertisement

তেল না ছেঁকেই কিন্তু খুব সহজেই আপনি পোড়া তেল আবার ব্যবহারের যোগ্য করে তুলতে পারেন। হেঁশেলের একটি উপাদান দিয়েই সমস্যার সমাধান করতে পারেন। জেনে নিন কী ভাবে করবেন মুশকিল আসান।

১) একটি পাত্রে দু’চামচ কর্ন ফ্লাওয়ার নিয়ে জল দিয়ে গুলে একটি পাতলা মিশ্রণ তৈরি করে রাখুন।

Advertisement

২) এ বার তেল ভর্তি কড়াইটি গ্যাসে গরম করে নিন।

৩) তেল গরম হয়ে গেলে ফুটন্ত তেলে কর্ন ফ্লাওয়ারের মিশ্রণটি ঢেলে দিন।

৪) এ বার খুন্তি দিয়ে নাড়াচাড়া করুন মিনিট দুয়েক।

৫) তার পরেই দেখবেন তেলের ভিতর ছড়িয়ে-ছিটিয়ে থাকা দানাদার পোড়া অংশগুলি একটি জায়গায় জমতে শুরু করেছে।

৬) সমস্ত পোড়া অংশ এক জায়গায় জমা হয়ে গেলে হাতা দিয়ে তুলে ফেললেই মুশকিল আসান।

৭) তেল ব্যবহারযোগ্য হয়ে যাবে আবার।

১) একটি পাত্রে দু’চামচ কর্ন ফ্লাওয়ার নিয়ে জল দিয়ে গুলে একটি পাতলা মিশ্রণ তৈরি করে রাখুন।

২) এ বার তেল ভর্তি কড়াইটি গ্যাসে গরম করে নিন।

৩) তেল গরম হয়ে গেলে ফুটন্ত তেলে কর্ন ফ্লাওয়ারের মিশ্রণটি ঢেলে দিন।

৪) এ বার খুন্তি দিয়ে নাড়াচাড়া করুন মিনিট দুয়েক।

৫) তার পরেই দেখবেন তেলের ভিতর ছড়িয়ে-ছিটিয়ে থাকা দানাদার পোড়া অংশগুলি একটি জায়গায় জমতে শুরু করেছে।

৬) সমস্ত পোড়া অংশ এক জায়গায় জমা হয়ে গেলে হাতা দিয়ে তুলে ফেললেই মুশকিল আসান।

৭) তেল ব্যবহারযোগ্য হয়ে যাবে আবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement