গত বার উইম্বলডন জেতার পর কার্লোস আলকারাজ়। —ফাইল চিত্র।
সময়ের সঙ্গে বদলে যাচ্ছে উইম্বলডন। ৩০ জুন থেকে শুরু এ বারের প্রতিযোগিতা। এ বারের উইম্বলডনে তিনটে বদল হতে চলেছে। বেড়ে যাচ্ছে প্রতিযোগিতার পুরস্কার মূল্য। এ বারের প্রতিযোগিতায় কোনও লাইন জাজ থাকবেন না। এমনকি, প্রতিযোগিতার ফাইনালের সময়ও বদলাচ্ছে।
এ বারের উইম্বলডনে মোট পুরস্কার মূল্য ৬২২ কোটি টাকা। গত বারের তুলনায় তা ৭ শতাংশ বেশি। প্রতিযোগিতার ইতিহাসে এই পুরস্কার মূল্য রেকর্ড। এ বার পুরুষ ও মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন পুরস্কার মূল্য বাবদ ৩৫ কোটি টাকা করে পাবেন। গত বারের পুরুষদের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ় ও মহিলাদের চ্যাম্পিয়ন বারবোরা ক্রেচিকোভা যা পেয়েছিলেন তার থেকে এ বার ১১.১ শতাংশ বেশি টাকা পাবেন চ্যাম্পিয়নেরা।
শুধু চ্যাম্পিয়নেরা নন, প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও ৭৭ লক্ষ টাকা করে পাবেন খেলোয়াড়েরা, যা গত বারের তুলনায় ১০ শতাংশ বেশি। ডবলস (৪.৪ শতাংশ), মিক্সড ডবলস (৪.৩ শতাংশ) ও হুইলচেয়ার ইভেন্টে (৫.৬ শতাংশ) চ্যাম্পিয়নদের পুরস্কার মূল্যও গত বারের তুলনায় বাড়ছে। বিশ্বের প্রথম সারির টেনিস তারকারা গ্র্যান্ড স্ল্যামে পুরস্কার মূল্য বৃদ্ধি করার দাবি করেছিলেন। তাঁদের দাবি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবর্তন হয়েছে ফাইনালের সময়ও। ডবলস ও মিক্সড ডবলসের ফাইনাল স্থানীয় সময় দুপুর ১টা (ভারতীয় সময় বিকাল সাড়ে ৫টা) ও সিঙ্গলস ফাইনাল স্থানীয় সময় বিকাল ৪টে (ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৮টা) থেকে শুরু হবে। ফলে খেলা শেষ হতে হতে মধ্যরাত হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে রাতে আলোর নীচে খেলতে হবে প্রতিযোগীদের।
এ বারের প্রতিযোগিতায় থাকছেন না লাইন জাজ। তার বদলে বৈদ্যুতিন লাইন কলিং সিস্টেম থাকবে। অর্থাৎ, প্রযুক্তি ঠিক করে দেবে যে বল লাইনের বাইরে পড়েছে না ভিতরে। এই প্রযুক্তির ব্যবহারে খেলোয়াড়দের মনে কোনও সংশয় থাকবে না। রিভিউ নিতে গিয়ে খেলার ছন্দ বা সময় কোনও কিছুই নষ্ট হবে না।