চ্যাম্পিয়ন্স লিগ

অঘটনের হার লিভারপুলের

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৮ ০৩:২৮
Share:

জোড়া গোল করলেন মিলান পাভোকভ।—ছবি এএফপি।

রেড স্টার ২ • লিভারপুল ০

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে সার্বিয়ার দল রেড স্টার বেলগ্রেড বিরাট অঘটন ঘটিয়ে দিল। গত বারের ফাইনালিস্ট লিভারপুলকে তারা হারিয়ে দিল ২-০ গোলে। জোড়া গোল করলেন মিলান পাভোকভ।

হেরে যাওয়ার পরে লিভারপুলের ম্যানেজার য়ুর্গেন ক্লপ বলে ফেললেন, তাঁর দল সারা ম্যাচে নিজেদের ছন্দটাই খুঁজে পেল না! হতাশ ক্লপের মন্তব্য, ‘‘খুব কম ম্যাচে আমরা এ রকম খেলেছি। এত খারাপ খেললে বিপক্ষ দলের কাজটা অনেক সহজ হয়ে যায়। আজ সেটাই হল।’’ চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল আছে ‘সি’ গ্রুপে। ৪ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে গ্রুপের শীর্ষে নাপোলি। সম সংখ্যক ম্যাচে লিভারপুলেরও ৬ পয়েন্ট। গোল পার্থক্যে পিছিয়ে থাকায় তারা দু’নম্বরে। ৪ ম্যাচ খেলে প্যারিস সাঁ জারমাঁর (পিএসজি) পয়েন্ট ৫। সবচেয়ে নীচে রেড স্টার। তাদের সংগ্রহ ৪ ম্যাচে ৪ পয়েন্ট।

Advertisement

২৮ নভেম্বর খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুল মুখোমুখি হবে নেমারদের পিএসজি-র সঙ্গে। এই ম্যাচের ফলের উপরই সম্ভবত নির্ভর করবে দ্বিতীয় দল হিসেবে কারা নক-আউটে যাবে। কার্যত সেই ম্যাচই নক-আউট হয়ে দাঁড়াচ্ছে। অ্যানফিল্ডে প্রথম লেগের ম্যাচে লিভারপুল ৩-২ হারিয়ে দিয়েছিল পিএসজি-কে। এ বার ফিরতি লেগের ম্যাচ প্যারিসে।

এর পরে লিভারপুল হোম ম্যাচ পাচ্ছে নাপোলির সঙ্গে। তুলনায় নাপোলি অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ রেড স্টারকে পাচ্ছে নিজেদের মাঠে। জিততে পারলেই কার্লো আনচেলোত্তির ক্লাবের পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। পাশাপাশি সার্বিয়ায় গিয়ে খেলতে হবে নেমারদের। যেখানে চিরকালই দর্শক সমর্থন বাইরের ক্লাবের কাছে বড় একটা সমস্যা। নাপোলির মতো দল সেখানে ড্র করেছে। মঙ্গলবার হারল লিভারপুল।

চ্যাম্পিয়ন্স লিগে অপ্রত্যাশিত ভাবে টানা তিনটি অ্যাওয়ে ম্যাচে লিভারপুল হারল। ১৯৭৯ সালের পরে তাদের এত খারাপ পারফরম্যান্স আর দেখা যায়নি। ক্লপ তবু সে সব ভুলে সামনের দিকে তাকাতে চান। বলছেন, ‘‘এই ম্যাচের ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি। পিএসজি-র সঙ্গে পরের ম্যাচটা প্যারিসে গিয়ে খেলতে হবে। নিজেদের মাঠে খেলা হলেও শেষ ম্যাচটাও কঠিন। আমাদের আরও ভাল খেলতেই হবে। এটাই শেষ কথা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন