Ombudsman

হার্দিক-রাহুলের ভবিষ্যৎ এখন ওম্বাডসম্যান ডি কে জৈনের হাতে

হার্দিক-রাহুলের ভবিষ্যৎ এখন ওম্বাডসম্যানের হাতে। দু’জনের নির্বাসন শর্তসাপেক্ষে উঠেছে। অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল দু’জনকে। বেশ কিছুদিন নির্বাসিতও ছিলেন দু’জনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৩৬
Share:

বোর্ডের প্রথম ওম্বাডসম্যান হলেন ডি কে জৈন। ফাইল চিত্র।

অবশেষে ওম্বাডসম্যান নিযোগ করল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি ডিকে জৈন হলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ওম্বাডসম্যান। বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থায় যে সমস্যাগুলো রয়েছে, তা দেখবেন তিনি। একইসঙ্গে, ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে হার্দিক পান্ড্য-লোকেশ রাহুলের মন্তব্য নিয়ে ওঠা বিতর্কের নিষ্পত্তিও তিনি করবেন।

Advertisement

মোদ্দা কথায়, হার্দিক-রাহুলের ভবিষ্যৎ এখন তাঁর হাতে। দু’জনের নির্বাসন শর্তসাপেক্ষে উঠেছে। অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল দু’জনকে। বেশ কিছুদিন নির্বাসিতও ছিলেন দু’জনে।

ডিকে জৈন এর আগে ন্যাশনাল কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন বা জাতীয় উপভোক্তা বিষয়ক কমিশনের চেয়ারম্যান ছিলেন। দ্রুত তিনি দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করে দেবেন। তাঁর কাজের আওতায় বোর্ডকর্তাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগও থাকছে।

Advertisement

আরও পড়ুন: সৌরাষ্ট্রের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পূজারার​

আরও পড়ুন: প্রথম পদক্ষেপ নিয়ে দেখাও, ইমরানকে বার্তা দিলেন গাওস্কর​

বৃহস্পতিবার এস এ বোবদে এবং এ এস সাপ্রেকে নিয়ে গড়া বেঞ্চ জানায়, “বিসিসিআইয়ের ওম্বাডসম্যান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি ডিকে জৈনের নাম ঘোষণা করতে পেরে আমরা খুশি। তিনি রাজি হয়েছেন এই দায়িত্বে। ফলে, বোর্ডের প্রথম ওম্বাডসম্যান ডিকে জৈনই হচ্ছেন।” প্রসঙ্গত, ২৭ জানুয়ারি শেষ শুনানিতে সুপ্রিম কোর্ট নতুন অ্যামিকাস কুরি হিসেবে পিএস নরসীমার নাম ঘোষণা করেছিল।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement