বুমরার অস্ত্র রিভার্স সুইং

বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার পরে বুমরা বলেছেন, ‘‘আমি পুরোপুরি সুস্থ আছি। তবে নির্বাচকেরা এবং টিম ম্যানেজমেন্ট আমাকে পরামর্শ দেয়, ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে সিরিজে বিশ্রাম নিতে। সেই মতো আমাকে বিশ্রাম দেওয়া হয়েছে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুন ২০১৭ ০৪:১৬
Share:

ছবি: এএফপি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত বল করলেও তাঁকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য। অনেকের প্রশ্ন দেখা দিয়েছিল, তাঁর কি কোনও চোট আছে? শুক্রবার যশপ্রীত বুমরা জানিয়ে দিলেন, তিনি সম্পূর্ণ সুস্থ।

Advertisement

বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার পরে বুমরা বলেছেন, ‘‘আমি পুরোপুরি সুস্থ আছি। তবে নির্বাচকেরা এবং টিম ম্যানেজমেন্ট আমাকে পরামর্শ দেয়, ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে সিরিজে বিশ্রাম নিতে। সেই মতো আমাকে বিশ্রাম দেওয়া হয়েছে।’’

এ রকম ফর্মে থাকা অবস্থায় একটা সিরিজে বিশ্রাম নিতে হচ্ছে, এতে কি আপনি হতাশ? কোনও রকম বিতর্কে না ঢুকে বুমরা বলছেন, ‘‘আমি মোটেই হতাশ নই। আমাকে যা করতে বলা হয়েছে, তা-ই করছি।’’

Advertisement

গোটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল বল করে চলেছেন বুমরা। বাংলাদেশের বিরুদ্ধেও দুর্দান্ত ফর্মে ছিলেন। নিজের সাফল্যের রসায়ন নিয়ে বলতে গিয়ে বুমরা বলছেন, ‘‘রিভার্স সুইংটা খুব ভাল পাচ্ছি এখানে। বিশেষ করে ইনিংসের শেষ দিকে। তা ছাড়া আপনি যখন ছন্দে থাকেন, তখন কোনও সমস্যা হয় না। আর টিমের সাফল্যে আপনি যখন কোনও অবদান রাখতে পারেন, তখন তার চেয়ে ভাল ব্যাপার আর কী হতে পারে?’’ বুমরা-র বলে রান ওঠাও কঠিন। ৪১টা ডট বল করেছিলেন। তিনি নিজে মনে করছেন, ডট বল হতে থাকলে আপনা থেকে ব্যাটসম্যানদের ওপর চাপটা বেড়ে যায়। তখন বোলারদের সামনে সুযোগ থাকে উইকেট তোলার।

আম্পায়ারদের বাছল আইসিসি: বিশ্ব ক্রিকেটের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। যে ম্যাচে মাঠের লড়াইয়ের চেয়ে স্নায়ুর যুদ্ধটা বেশি হয়। ভারত-পাকিস্তান লড়াই। আর কোন ম্যাচে লড়াই? না, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। সেই ফাইনালের দুই আম্পায়ারকে শুক্রবার বেছে নিল আইসিসি। যে দু’জনের নাম মারায়াস এরাসমাস এবং রিচার্ড কেটেলবরো।

প্রাক্তন ফাস্ট বোলার এরাসমাস এই নিয়ে ৭১টি ওয়ান ডে ম্যাচে আম্পায়ারিং করবেন। তিনি অবশ্য এর আগে সেমিফাইনালে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে আম্পায়ারিং করিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন