Cricket

বাউন্সারে চোট পেয়ে হাসপাতালে দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি

রবিবার কাউন্টি ক্রিকেটের দ্বিতীয় ডিভিসনের ম্যাচে মুখোমুখি হয় নর্থদাম্পটনশায়ার এবং উ়রস্টারশায়ার। নর্থদাম্পটনশায়ারের হয়ে এ দিন প্রতিনিধিত্ব করেন রিচার্ড লেভি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ২৩:৩৪
Share:

কাউন্টিতে রিচার্ড লেভি। ছবি: স‌ংগৃহীত

ফের এক বার বলের আঘাতে চোট পেয়ে মাঠ ছাড়তে হল ক্রিকেটারকে। এ বার তার শিকার দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রিচার্ড লেভি।

Advertisement

রবিবার কাউন্টি ক্রিকেটের দ্বিতীয় ডিভিসনের ম্যাচে মুখোমুখি হয় নর্থদাম্পটনশায়ার এবং উ়রস্টারশায়ার। নর্থদাম্পটনশায়ারের হয়ে এ দিন প্রতিনিধিত্ব করেন রিচার্ড লেভি। কিন্তু ব্যাটিংয়ের সময় উ়রস্টারশায়ারের বোলার জোস টাঙ্গের বাউন্সার সোজা হেলমেটে এসে লাগে রিচার্ডের। সঙ্গে সঙ্গে ক্রিজে লুটিয়ে পরেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। ছুটে আসেন প্রতিপক্ষ দলের ক্রিকেটারেরা। সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেন আম্পায়ার। আঘাত গুরুতর হওয়ায় মাঠ থেকে বাইরে নিয়ে যাওয়া হয় লেভিকে। রিচার্ড লেভিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান নর্থদাম্পটনশায়ার টিম ম্যানেজম্যান্ট। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রিচার্ড লেভি সুস্থ আছেন।

আরও পড়ুন: একযুগ পর সুদিরমান কাপের ফাইনালে হার চিনের

Advertisement

দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে এখনও পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন লেভি। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫১ বলে ১১৭ রানের ইনিংস এখনও বিশ্ব ক্রিকেটে স্মরণীয় রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন