ঋদ্ধির সেঞ্চুরি সত্ত্বেও হার বাগানের

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের আগে স্থানীয় লিগে গুরুত্বপূর্ণ ম্যাচ প্র্যাকটিস সেরে নিচ্ছেন বাংলার ক্রিকেটাররা।

Advertisement
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৬ ০৪:০৮
Share:

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের আগে স্থানীয় লিগে গুরুত্বপূর্ণ ম্যাচ প্র্যাকটিস সেরে নিচ্ছেন বাংলার ক্রিকেটাররা। আর তাতেই সোমবার একটা সেঞ্চুরি করে ফেললেন বাংলা তথা ভারতীয় টেস্ট উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। এ দিন সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসে মোহনবাগানের হয়ে নেমে ১৫৩ রানের ইনিংস খেলেন তিনি, যা বাংলার পক্ষে আশাজনক। সেঞ্চুরি করেও অবশ্য দলকে জেতাতে পারলেন না ঋদ্ধি। মোহনবাগান ৫৫ রানে হেরে গেল ভবানীপুরের কাছে। বাংলার সম্ভাব্য দলে থাকা পেসার রবিকান্ত সিংহ তিনটি উইকেট নেন। এ ছাড়া ঋত্বিক চট্টোপাধ্যায় ও অরিত্র চট্টোপাধ্যায়ও তিনটি করে উইকেট নেন। ভবানীপুরের ৩৯১-৭-এর জবাবে মোহনবাগান ৩৩৬-এ অল আউট। এ দিন ঐক্য সম্মিলনীর বিরুদ্ধে ওয়াইএমসিএ-র জয়ে জোড়া সেঞ্চুরি আসে অভিষেক রামন ও ঋত্বিক রায়চৌধুরীর ব্যাট থেকে। এ দিন অন্যান্য ম্যাচে শ্যামবাজার বেলগাছিয়া ইউনাইটেডকে হারায় পূরব জোশীর ১১৫-র দৌলতে। দক্ষিণ কলকাতা সংসদ বালিগঞ্জ ইউনাইটেডকে হারায় দুই উইকেটে। ইস্টার্ন রেলের বিরুদ্ধে কালীঘাটের ১১৯ রানের জয়ে অনন্ত সাহা ছ’উইকেট পান। ইস্টবেঙ্গল, কাস্টমস, এরিয়ান্সও জেতে এ দিন। এবিপি-র বিরুদ্ধে পুলিশ এসি-র শমীক চন্দ ১৭৭ করে জেতান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement