রিওর ডায়েরি

২০১২ অলিম্পিক্সে ৮০০ মিটারে নেমেছিলেন সারা আল-আট্টার। সৌদি আরবের মেয়ে অ্যাথলিট। চার বছর পর সারা নতুন চ্যালেঞ্জে নামছেন রিওতে। ম্যারাথনে নামার চ্যালেঞ্জে।

Advertisement
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৬ ০৫:০৭
Share:

রিওতে খুদেদের সঙ্গে উসেইন বোল্ট। -টুইটার

পাকিস্তানের সাত

Advertisement

অলিম্পিক্সে ২৪ জনের দল পাঠাচ্ছে পাকিস্তান। যাতে সাত অ্যাথলিট আর ১৭ জন অফিশিয়াল। অলিম্পিক্সে কোনও দিন এত ছোট প্রতিনিধি দল পাঠায়নি পাকিস্তান। এ বারই প্রথম পাকিস্তানের হকি দল অলিম্পিক্সে নেই। ১৯৮৮ তে বক্সিংয়ে অলিম্পিক্সে একটি ব্রোঞ্জ পাওয়া দেশের এ বার কোনও বক্সারও নেই।

Advertisement

সারার চ্যালেঞ্জ

২০১২ অলিম্পিক্সে ৮০০ মিটারে নেমেছিলেন সারা আল-আট্টার। সৌদি আরবের মেয়ে অ্যাথলিট। চার বছর পর সারা নতুন চ্যালেঞ্জে নামছেন রিওতে। ম্যারাথনে নামার চ্যালেঞ্জে। তাঁর সঙ্গে আরও চার সৌদি মহিলা অ্যাথলিটও নামবেন ম্যারাথনে। তবে সবার নজর রয়েছে সারার দিকেই। যিনি ক্যালিফোর্নিয়ায় থাকেন। তবে সৌদি আরবের নাগরিকত্ব রয়েছে তাঁর। সারা বলছেন, ‘‘সৌদি আরবের মেয়েদের জন্য দৌড়ব অলিম্পিক্সে। যাতে আমায় দেখে সৌদি মেয়েরা উৎসাহ পায়।’’

বিপদে ইন্দ্রজিৎ

কুস্তিগির নরসিংহ যাদব ডোপ কেলেঙ্কারিতে নাডার ছাড়পত্র পেয়েছেন। তবে ভারতের আর এক অ্যাথলিট ইন্দ্রজিৎ সিংহ ডোপ কেলেঙ্কারিতে আরও জড়িয়ে গেলেন। মঙ্গলবার একটি জাতীয় চ্যানেল জানিয়েছে, শটপাটার ইন্দ্রজিতের ‘বি’ নমুনাতেও নিষিদ্ধ ড্রাগ পাওয়া গিয়েছে। ফলে তাঁর রিও যাত্রা আরও বড় ধাক্কা খেল। ইন্দ্রজিতের অবশ্য দাবি তাঁর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। ‘‘এ দেশে যেই প্রতিবাদ করতে চেয়েছে তাঁকেই চুপ করিয়ে দেওয়া হয়েছে। এটা চক্রান্ত। কিছু একটা গণ্ডগোল আছে,’’ বলেছেন ইন্দ্রজিৎ।

তিন চামচেই

অলিম্পিক্স শুরুর দিন তিনেক আগেই ফের সতর্কবার্তা চলে এল। সতর্কবার্তা জীবাণু নিয়ে। মূলত লাখ পাঁচেক বিদেশি দর্শক ও নৌকা বাইচের খেলোয়াড়দের জন্য। রিওর সমুদ্রে জীবাণুর মাত্রা এখন স্বাভাবিকের থেকে অত্যধিক বেশি। মার্কিন সংবাদ সংস্থার উদ্যোগে এক পরীক্ষার পর এই তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে, জীবাণুদের মাত্রা এখন কোপাকাবানা, ইপানেমার মতো সমুদ্র সৈকতেও অত্যন্ত বেশি। এতটাই যে কোনও ভাবে তিন চা চামচ জল মুখে গেলেও অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রিওর খোলা জায়গার জল নিয়ে তাই সাবধান! বলছেন বিশেষজ্ঞরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন