চিনে রবিনহো

লুই ফেলিপে স্কোলারি, পওলিনহোর পর এ বার রবিনহো। ব্রাজিলীয় তারকার সমাবেশে ক্রমেই জমে উঠছে চাইনিজ সুপার লিগ। বৃহস্পতিবারই সিএসএল-এ এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকা ক্লাব গুয়াংঝৌ এভারগ্রান্দে ক্লাবে ছ’মাসের জন্য সই করলেন রবিনহো।

Advertisement
শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ০৩:৩০
Share:

লুই ফেলিপে স্কোলারি, পওলিনহোর পর এ বার রবিনহো। ব্রাজিলীয় তারকার সমাবেশে ক্রমেই জমে উঠছে চাইনিজ সুপার লিগ। বৃহস্পতিবারই সিএসএল-এ এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকা ক্লাব গুয়াংঝৌ এভারগ্রান্দে ক্লাবে ছ’মাসের জন্য সই করলেন রবিনহো। খেলবেন ৬০ নম্বর জার্সি পরে। সংশ্লিষ্ট ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়েছে, রবিনহো চাইলে পরে চুক্তি বাড়তেও পারে। গুয়াংঝৌতে কোচ স্কোলারির তত্ত্বাবধানে পওলিনহোর সঙ্গে তিনি কতটা মানিয়ে নিতে পারেন সেটাই এখন দেখার। এর আগে রিয়াল মাদ্রিদ, এসি মিলানের মতো ক্লাবে খেলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement