ট্রফি জিতে বছর শুরু ফেডেরারের

শনিবার সিঙ্গলস ম্যাচে জেরেভকে ৬-৭, ৬-০, ৬-২ হারান ফেডেরার। যদিও মেয়েদের সিঙ্গলসে কেরবের-এর বিরুদ্ধে হারতে হয় ও ফেডেরারের সতীর্থ বেলিন্ডা বেনচিচকে। মিক্সড ডাবলসের রুদ্ধশ্বাস ম্যাচে জার্মান জুটিকে হারিয়েই সেরার শিরোপা পেলেন ফেডেরার ও বেলিন্ডা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৮ ০৭:৪৪
Share:

চ্যাম্পিয়ন: পার্‌থে হপম্যান কাপজয়ী রজার ফেডেরার। ছবি: গেটি ইমেজেস।

নতুন টেনিস মরসুম শুরুটাই সাফল্য দিয়ে করলেন রজার ফেডেরার। জিতে নিলেন হপম্যান কাপের খেতাব। জার্মানির অ্যালেকজান্দার জেরেভ ও অ্যাঞ্জেলিক কেরবের-কে হারিয়ে এই নিয়ে দ্বিতীয়বার এই খেতাব জিতলেন রজার ফেডেরার। তবে এই টুর্নামেন্টে তাঁর দেশ সুইৎজারল্যান্ডের তৃতীয় খেতাব এটি।

Advertisement

শনিবার সিঙ্গলস ম্যাচে জেরেভকে ৬-৭, ৬-০, ৬-২ হারান ফেডেরার। যদিও মেয়েদের সিঙ্গলসে কেরবের-এর বিরুদ্ধে হারতে হয় ও ফেডেরারের সতীর্থ বেলিন্ডা বেনচিচকে। মিক্সড ডাবলসের রুদ্ধশ্বাস ম্যাচে জার্মান জুটিকে হারিয়েই সেরার শিরোপা পেলেন ফেডেরার ও বেলিন্ডা।

প্রায় ১৮ বছর আগে ২০০১-এ দেশকে এই টুর্নামেন্টের ট্রফি এনে দিয়েছিলেন ফেডেরার। তখন তাঁর পার্টনার ছিলেন মার্টিনা হিঙ্গিস। টুর্নামেন্ট জেতার পর সেই স্মৃতি ফের মনে পড়ল ফেডেরারের। তিনি বলেন, ‘‘সুইৎজারল্যান্ডের মতো ছোট দেশে ওঁর (হিঙ্গিস) মতো সফল খেলোয়াড় খুব একটা দেখা যায় না। ওঁকে দেখেই আমি শিখেছি যে কঠোর পরিশ্রম করলে নিজেকে অনেক দূরে নিয়ে যাওয়া যায়।’’

Advertisement

অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে ১৫ জানুয়ারি থেকে। তার আগে হপম্যান কাপ জিতে প্রতুর আত্মবিশ্বাস পেয়ে গেলেন ফেডেরার। জেরেভের বিরুদ্ধে প্রথম সেট হারের পরেও কি ভাবে ফিরলেন? ফেডেরার বলেন, ‘‘ম্যাচের শুরু থেকেই আমি ঠিক করেছিলাম আক্রমণে উঠেই খেলব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন