Cricket

কুল-চা জুটিকে টিম নিয়ে প্রশ্ন রোহিতের, পেলেন চমকে দেওয়া উত্তর

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কুল-চা জুটিকে মজার মজার সব প্রশ্ন করছেন রোহিত শর্মা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ১৮:৫৭
Share:

প্রশ্নোত্তর পর্বে তিন ভারতীয় তারকা। ছবি— টুইটার থেকে।

ভারতীয় দলের নবাগত অলরাউন্ডার শিবম দুবে একেবারেই নাচতে পারেন না। মহম্মদ শামি, ভরত অরুণের চুলের স্টাইল মোটেও পছন্দ নয় কুলদীপ যাদব-যুজেবন্দ্র চহালের। এরকমই সব মজার তথ্য বেরিয়ে এসেছে তিন ভারতীয় তারকার প্রশ্নোত্তর পর্বে।

Advertisement

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কুল-চা জুটিকে মজার মজার সব প্রশ্ন করছেন রোহিত শর্মা। তাঁদের উত্তরে বেরিয়ে আসছে অজানা সব তথ্য। হায়দরাবাদের সেরা জিনিস সম্পর্কে দুই স্পিনারের কাছে জানতে চেয়েছিলেন রোহিত। উত্তরে চহাল বলেন, ‘ভেজ বিরিয়ানি।’

কুলদীপের আবার অন্য কারণে নিজামের শহর পছন্দ। হায়দরাবাদেই টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল কুলদীপের। সেই কারণেই এই শহর তাঁর খুব পছন্দের। রোহিত দুই তারকার কাছে জানতে চান, ভারতীয় দলের সব থেকে খারাপ ড্যান্সারের নাম কী? দু’ জনেই শিবম দুবের নাম নেন।

Advertisement

আরও পড়ুন: ব্লাটারের সামনে সে দিন মোহনবাগানকে ডার্বি জেতানো ‘বুড়ো ঘোড়া’ এ বার চাইছেন তাদেরই হারাতে

‘হিটম্যান’-এর পরের প্রশ্ন, ‘কোন ব্যাটসম্যানকে বল করতে চাও না?’ চহালের সপ্রতিভ উত্তর, ‘আইপিএল-এ তোমাকে (রোহিত শর্মা) বল করা খুব কঠিন।’ কুলদীপ জবাবে সূর্যকুমার যাদবের নাম উল্লেখ করেন। রোহিতের পরের প্রশ্ন, ‘দলে কার হেয়ারস্টাইল সব থেকে খারাপ?’ উত্তরে চহাল বলেন, ‘মহম্মদ শামি।’ কুলদীপ নেন, ভরত অরুণের নাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement