Cricket

ব্যাট হাতে সারা বছর দাপট দেখালেও বিশ্বকাপ না জেতার যন্ত্রণা এখনও যায়নি রোহিতের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ‘ম্যান অফ দ্য সিরিজ’ হয়েছেন রোহিত। ক্যারিবিয়ান বোলারদের সামলে ২৫৮ রান করেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

কটক শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৬
Share:

কটকে রোহিতের দাপট। ছবি— এএফপি।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্যের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে এক ক্যালেন্ডার ইয়ারে মোট রানে ভারত অধিনায়ক বিরাট কোহালিকেও পিছনে ফেলে দিয়েছেন ‘হিটম্যান’।

Advertisement

সারা বছর ধরে দাপটের সঙ্গে ব্যাট করেছেন। বিশ্বকাপে পাঁচটা সেঞ্চুরি হাঁকান তিনি। এক বছরে সাতটি শতরান করেছেন। এত কিছুর পরেও বিশ্বকাপ না জেতার খচখচানি রয়ে গিয়েছে রোহিতের মনে। তিনি বলছেন, ‘‘বিশ্বকাপ জিতলে দল হিসেবে দারুণ একটা ব্যাপার হত। তবে লাল বা সাদা বলে সারা বছর আমাদের বেশ ভাল গিয়েছে।’’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ‘ম্যান অফ দ্য সিরিজ’ হয়েছেন রোহিত। ক্যারিবিয়ান বোলারদের সামলে ২৫৮ রান করেন ভারতের ওপেনার। ‘হিটম্যান’ বলছেন, ‘‘ব্যক্তিগত ভাবে আমি ব্যাটিং উপভোগ করেছি। কিন্তু, এখানেই আমি থামছি না। দারুণ একটা বছর আসছে।’’

Advertisement

২০২০ সালের শুরুতেই শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতের। তার পরে নিউজিল্যান্ড সফরে যাবে ‘টিম ইন্ডিয়া’। রোহিত বলছেন, ‘‘নিজের ব্যাটিং সম্পর্কে আমি জানি। সীমাবদ্ধতা জেনেই আমি খেলতে নামি।’’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ প্রতিষ্ঠা দিয়েছে ওপেনার রোহিতকে। তিনি বলছেন, ‘‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং ছিল। বিদেশ সফরে আমরা ম্যাচ জিতে টেবলের শীর্ষে থাকতে চাই।’’

২০১৯ সালটা সব অর্থেই রোহিতের। চলতি বছরের ফর্ম আগামী বছরেও ধরে রাখতে চান ‘হিটম্যান’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন