Ronald Koeman

কোচ কোমান, প্রশ্ন পিকে নিয়ে

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ২-৮ হারে লিয়োনেল মেসিদের ক্লাব এখন অগ্নিগর্ভ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২০ ০৫:৩৯
Share:

কোমান কি সাফল্য আনতে পারবেন?

বাকি ছিল নিয়মরক্ষার সরকারি ঘোষণা। রোনাল্ড কোমানকেই নতুন ম্যানেজার করল বার্সেলোনা। দু’বছরের চুক্তিতে।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ২-৮ হারে লিয়োনেল মেসিদের ক্লাব এখন অগ্নিগর্ভ। প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ জানালেন, বহিষ্কৃত এরিক আবিদালের জায়গায় আসা নতুন টেকনিক্যাল সেক্রেটারি রামন প্লেনস ও কোচ কোমান সাজাবেন নতুন দল। বাদ পড়তে পারেন অনেককেই। তিনি ইঙ্গিত দেন, ক্লাবে এই মুহূর্তে সুরক্ষিত মাত্র সাত জন। তাঁরা হলেন লিয়োনেল মেসি, মার্ক-আন্দ্রে টার স্টেগান, ক্লমঁ লংলে, নেলসন সেমেদো, আঁতোয়া গ্রিজ়ম্যান, ফ্রেঙ্কি দে ইয়ং এবং উসমান দেম্বেলে। বাকিদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সম্ভবত কোমান। প্রেসিডেন্ট এও জানান, যাঁদের রাখা হবে না, তাঁদের জন্য উপযুক্ত বিদায়-সংবর্ধনা দেবে ক্লাব! এ দিকে স্পেনের কাগজে এখনও লেখা হচ্ছে, মেসি বার্সায় থাকতে চান না। ক্লাবকে তিনি সে কথা নাকি জানিয়েও দিয়েছেন।

কিন্তু কাদের রাখবে না বার্সা? স্পেনের প্রচারমাধ্যমের দাবি, সম্ভাব্য বাতিলদের তালিকায় উপরের দিকে রয়েছে জেরার পিকে ও সের্খিয়ো বুস্কেৎসের নাম। কোপ পড়তে পারে জর্দি আলবা, ইভান রাকিতিচ, লুইস সুয়ারেসের উপরেও। বার্তোমিউ বলেছেন, ‘‘এই দলের অনেকেই নিজেদের সেরা সময়টা ক্লাবকে দিয়েছেন। ওদের জন্যই অনেক সাফল্য এসেছে। কিন্তু এবার দলে কাদের রাখা হবে না তা নিয়ে কয়েকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকিদের ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এটা নিয়ে ফুটবলারদের সঙ্গে আলোচনা করা হবে না। নতুন কোচ আর টেকনিক্যাল সেক্রেটারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’’

Advertisement

এত ফুটবলার যখন ছাঁটাই হচ্ছেন, তখন নেমার দা সিলভা জুনিয়রকে ফেরানোর অর্থ তো অন্যদের বিক্রি করেই পেতে পারে বার্সা! বার্তোমেউ বলেন, ‘‘নেমারকে ফেরানো অসম্ভব। প্যারিস সাঁ জারমাঁ ওকে ছাড়তে রাজি নয়। তবে ক্লাব এখনও ইন্টার মিলান থেকে আর্জেন্টিনীয় ফরোয়ার্ড লউতারো মার্তিনেসকে সই করানোর চেষ্টা করছে।’’ বার্সা থেকে লোন-এ বায়ার্নে যাওয়া ফিলিপে কুতিনহোকে ফেরানো হবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘কোমান চাইলে আমাদের আপত্তি নেই। ফেরানো যেতেই পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন