ভক্তদের সঙ্গে বিশ্বজয়ী ব্রাজিলীয়। বৃহস্পতিবার চেন্নাইয়ে।
কোপা, ইউরো শেষ। তিন মাস পরেই আইএসএল। কিন্তু তার আগেই ফুটসল-ম্যানিয়া জাঁকিয়ে বসেছে ভারতে। নেপথ্যে প্রিমিয়ার ফুটসল লিগ। যা ভারতে হতে চলেছে এই প্রথম বার।
শুক্রবার চেন্নাইয়ে যার কিক-অফ করবেন দুই বিশ্বখ্যাত ফুটবলার। যাঁদের এক জন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের একদা ঘরের ছেলে। আর এক জন আবার ফিফার দু’বারের বর্ষসেরা!
রায়ান গিগস ও রোনাল্ডিনহো গাউচো।
সেই মহাকিক-অফের চব্বিশ ঘণ্টা আগে চেন্নাইয়ের হোটেলে ঘর ভর্তি সাংবাদিকদের সামনে আবেগাপ্লুত রোনাল্ডিনহো। টুর্নামেন্টে যিনি গোয়ার টিম গোয়া ফাইভসের অধিনায়ক। ‘‘ভারতে এর আগে এসেছি। ছোটবেলায় ফুটসলেই মনপ্রাণ সঁপে দিয়েছিলাম প্রায়। কিন্তু এক দিন যে ভারতে এসেও ফুটসল টুর্নামেন্ট খেলতে হবে, তা জানা ছিল না। ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে।’’
ওয়েন রুনিদের গত মরসুমের সহকারী কোচ গিগস আবার ভারতে ফুটসল যুদ্ধে নামার আগে কিছুটা রোমাঞ্চিতও বটে। ‘‘আমার জীবনের সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা এই টুর্নামেন্ট। আশা করি ভারতীয় ফুটবলপ্রেমীদের মজা দিতে পারব,’’ বলছিলেন টুর্নামেন্টে মুম্বইয়ের অধিনায়ক।
সাংবাদিক সম্মেলনে রোনাল্ডিনহো, গিগস ছাড়াও হাজির ছিলেন বাকি চার টিমের অধিনায়ক— পল স্কোলস (বেঙ্গালুরু), হার্নান ক্রেসপো (কলকাতা), মিশেল সালগাদো (কোচি) এবং ফালকাও (চেন্নাই)।
বেঙ্গালুরু অধিনায়ক স্কোলস মুগ্ধ আবার সম্পূর্ণ অন্য কারণে। ‘‘ভারতে ফুটসল নিয়ে এত মাতামাতি আছে তা বিমানবন্দরে পা দেওয়ার পর বুঝতে পারলাম। এখানে তো দেখছি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফ্যানের ছড়াছড়ি!’’
কলকাতার আর্জেন্তিনীয় অধিনায়ক হার্নান ক্রেসপোও প্রায় বাকরুদ্ধ ফুটসলপ্রেমীদের বীরপূজোর ঠেলায়। টলিউড নায়ক জিৎ-এর টিমের মার্কি ফুটবলার প্রথমে ভেবেছিলেন, স্যুট-বুট পরা কর্পোরেট কর্তাদেরই হয়তো ভিড় থাকবে এই টুর্নামেন্ট ঘিরে। কিন্তু এ দিন তাঁকে ঘিরে চেন্নাইয়ে ভক্তদের উচ্ছ্বাস দেখে বলে ফেললেন, ‘‘কলকাতার টিমে সই করার পর ভেবেছিলাম এখানে হয়তো ফুটবলপ্রেমী বয়স্ক কর্তাদের ভিড় থাকবে। কিন্তু এখন তো দেখছি তরুণ ফুটবলপ্রেমীরাও সমান তালে মেতে গিয়েছে। দারুণ একটা টুর্নামেন্ট হতে চলেছে বলে মনে হচ্ছে।’’
রোনাল্ডিনহো ভারতে চলে এসেছিলেন বুধবার রাতেই। ব্রাজিলীয় কিংবদন্তি বিমানবন্দরে পা রাখতেই তাঁকে ঘিরে শুরু হয়ে গিয়েছিল তুমুল হইচই। শুক্রবার চেন্নাইয়ে টুর্নামেন্টের উদ্বোধন হলেও ১৮ জুলাই থেকে খেলা হবে গোয়ায়। ২৪ জুলাই ফাইনাল গোয়াতেই।
ছবি: পিটিআই