ইউরো কাপেও গোলের রেকর্ড সেই রোনাল্ডোর

রেকর্ড ভাঙা যেন অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। শুক্রবার রাতে আর একটা নতুন পালক জুড়ল পর্তুগিজ মহাতারকার রেকর্ডের টুপিতে। ইউরো ২০১৬-র যোগ্যতা অর্জন পর্বে আর্মেনিয়াকে ১-০ হারাল পর্তুগাল। যে ম্যাচের একমাত্র গোল সিআর সেভেনেরই। যার সৌজন্যে তেইশ গোল করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো কাপের যোগ্যতা অর্জন ও মূলপর্বের টুর্নামেন্ট মিলিয়ে) সর্বোচ্চ গোলদাতার আসনও দখল করে নিলেন পর্তুগাল ক্যাপ্টেন রোনাল্ডো। ভাঙলেন ড্যানিশ স্ট্রাইকার জন ডাল টমাসনের (২২ গোল) রেকর্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৪ ০১:২৪
Share:

ইউরোয় রেকর্ড করে। পর্তুগালের ফারোয়। ছবি: এএফপি

রেকর্ড ভাঙা যেন অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

Advertisement

শুক্রবার রাতে আর একটা নতুন পালক জুড়ল পর্তুগিজ মহাতারকার রেকর্ডের টুপিতে। ইউরো ২০১৬-র যোগ্যতা অর্জন পর্বে আর্মেনিয়াকে ১-০ হারাল পর্তুগাল। যে ম্যাচের একমাত্র গোল সিআর সেভেনেরই। যার সৌজন্যে তেইশ গোল করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো কাপের যোগ্যতা অর্জন ও মূলপর্বের টুর্নামেন্ট মিলিয়ে) সর্বোচ্চ গোলদাতার আসনও দখল করে নিলেন পর্তুগাল ক্যাপ্টেন রোনাল্ডো। ভাঙলেন ড্যানিশ স্ট্রাইকার জন ডাল টমাসনের (২২ গোল) রেকর্ড।

এই জয়ে ইউরো ২০১৬-য় যোগ্যতা অর্জনের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল পর্তুগাল। তবে তার থেকেও ম্যাচের বড় ব্যাপার, রোনাল্ডোর নতুন মাইলস্টোন। ম্যাচ শেষে পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস বলেছেন, “রোনাল্ডোর রেকর্ড করাটা নতুন কিছু নয়। কিন্তু ভাল লাগছে এটা ভেবে যে, আমি কোচ থাকার সময়ই ও এমন একটা নজির গড়ল।” পর্তুগিজ মহাতারকা নিজে বলে দেন, “জানতাম একদিন না একদিন রেকর্ডটা করবই। এখনও প্রচুর ম্যাচ খেলার বাকি রয়েছে। বেশি খুশি হয়েছি সমর্থকদের সামনে রেকর্ডটা গড়তে পারায়। তাই আমার কাছে এটা বিশেষ একটা মুহূর্ত।”

Advertisement

রেকর্ডের রাতে আবার গুঞ্জন শুরু হল, রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ-ভবিষ্যত্‌ নিয়ে। শোনা যাচ্ছে, বার্সেলোনার প্রেসিডেন্ট হওয়ার নির্বাচনে দাঁড়াতে চলেছেন জোয়ান লাপোর্তা। যিনি সমর্থকদের আশ্বাস দিয়েছেন, রোনাল্ডো ও মোরিনহোর স্বপ্নের জুটিকে বার্সায় নিয়ে আসবেন। যে গুজব ছড়ানোর পরে তোলপাড় বিশ্বের ফুটবলমহলে। কিংবদন্তি জোয়ান ক্রুয়েফ বলেছেন, “ফুটবলে কিছুই অসম্ভব নয়। তবে আমার মনে হয় না চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে রিয়াল মাদ্রিদ রোনাল্ডোকে ছাড়বে।”

পর্তুগালের মতোই আবার জয়ের মেজাজে ছিল জার্মানিও। জিব্রাল্টারকে ৪-০ হারানোর ম্যাচে আবার চেনা ছন্দে দেখা যায় বিশ্বচ্যাম্পিয়নদের। যদিও ম্যাচ শেষে গোটজে-মুলারদের প্রসঙ্গে কোচ জোয়াকিম লো বলেছেন, “দলকে নিয়ে আমি একদম সন্তুষ্ট নই। আমরা বিশ্বচ্যাম্পিয়নদের মতো খেলতে চেয়েছিলাম। চার গোলের থেকেও বড় ব্যবধানে জেতা উচিত ছিল।”

সিআর সেভেন ৪৫০

• ইউরো-র সর্বোচ্চ গোলদাতার রেকর্ড (২৩ গোল) গড়ার দিনই কেরিয়ারের ৪৫০তম গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৭০৩ ম্যাচে)।

• পর্তুগাল ৫২, স্পোর্টিং ক্লাব দে পর্তুগাল ৫, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ১১৮, রিয়াল মাদ্রিদ ২৭৫

• হেড ৬৮, ডান পা ২৯৭, বাঁ পা ৮৩, অনান্য ২

• সবচেয়ে বেশি গোল ২০১৩ ক্যালেন্ডার বর্ষে ৬৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement