নতুন বান্ধবীর জল্পনা সঙ্গে নিয়ে ফিরছেন রোনাল্ডো

স্প্যানিশ জালে রোনাল্ডোর গোল। মাঠের রোনাল্ডোকে সবাই জানে। যিনি গোল করতে ভালবাসেন। কিন্তু মাঠের বাইরেও তাঁর একটা জীবন আছে। যেখানে তিনি নিছকই একজন প্রেমিক।

Advertisement
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩১
Share:

স্প্যানিশ জালে রোনাল্ডোর গোল। মাঠের রোনাল্ডোকে সবাই জানে। যিনি গোল করতে ভালবাসেন। কিন্তু মাঠের বাইরেও তাঁর একটা জীবন আছে। যেখানে তিনি নিছকই একজন প্রেমিক।

Advertisement

কখনও মিস বাম বাম তো কখনও কলম্বিয়ার মডেল। রোনাল্ডোর নতুন বান্ধবী নিয়ে জল্পনা সব সময়ই চলছে। যে জল্পনায় জুড়ে গেল নতুন একটা নাম। স্প্যানিশ প্রচারমাধ্যমের দাবি, ইরিনা শায়েকের শূন্যস্থান পূরণ করতে সিআর সেভেনের জীবনে এসে গিয়েছেন ডিজায়ার কর্দেরো। কে এই ডিজায়ার? শোনা যাচ্ছে, এই স্প্যানিশ মডেল ২০১০-এ মিস স্পেন হয়েছিলেন। মিস ইউনিভার্সেও দশ নম্বর স্থানে শেষ করেন। ইন্সটাগ্রামে কর্দেরোর ছবি দেখে নাকি প্রেমে পড়ে যান রোনাল্ডো। অনলাইনে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকেই শুরু। জানা গিয়েছে, গত এক মাস দু’জনে ‘ডেট-এ’ যাচ্ছেন। মাদ্রিদে এসে নাকি থাকছেনও ডিজায়ার। তবে রোনাল্ডো এখনও সরকারি ভাবে কিছু মন্তব্য করেননি। বুধবার ভিয়ারিয়ালের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। যে ম্যাচের আগে সুস্থ হয়ে ফের ট্রেনিংয়ে ফিরেছেন সিআর সেভেন। নিজের একশো শতাংশ ফিটনেস প্রমাণ করতে আবার ট্রেনিংয়ে চোখ ধাঁধানো গোলও করেন পর্তুগিজ মহাতারকা। শোনা যাচ্ছে, রিয়ালের প্রথম দলেই জিদান রাখছেন তাঁকে। ম্যাচের আগে জিদান বলছেন, ‘‘আমরা উন্নতির চেষ্টা করছি। সমালোচকরা খারাপ কথা বলবেই। সেটা নিয়ে ভাবলে হবে না। ভিয়ারিয়াল কিন্তু যথেষ্ট কঠিন পরীক্ষা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement