Father And Son Death

দরজা খুলে যুবক পুত্র এবং নাবালক নাতির ঝুলন্ত দেহ দেখলেন বৃদ্ধ! মহেশতলায় বাবা-ছেলের রহস্যমৃত্যু

বৃদ্ধ সকাল ১১টায় ছেলের বাড়িতে উপস্থিত হন। বার বার ডাকাডাকি করেও ছেলে বা নাতির সাড়া পাননি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ২১:০৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ঘরের দরজা ভেঙে উদ্ধার হল বাবা এবং ছেলের দেহ। মঙ্গলবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ।

Advertisement

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম বাপ্পা নস্কর (৪০) এবং রূপম নস্কর (১৪)। সম্পর্কে বাবা-ছেলে। দু’জনের ঝুলন্ত দেহ পাওয়া যায়। পাশাপাশি।

প্রতিবেশীর জানাচ্ছেন, বাপ্পার বাবা-মা থাকেন অন্যত্র। সোমবার রাতে বাপ্পা তাঁর বাবাকে বলেছিলেন, মঙ্গলবার সকালে তাঁদের কাছে আসতে। দরকার আছে। বৃদ্ধ সকাল ১১টায় ছেলের বাড়িতে উপস্থিত হন। বার বার ডাকাডাকি করেও ছেলে বা নাতির সাড়া পাননি।

Advertisement

এর পর স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে বাপ্পার বাড়ির দরজা খোলার চেষ্টা হয়। তার আগে দরজার সামনে থাকা পর্দা সরালে পাশাপাশি ছেলে এবং নাতির ঝলন্ত দেহ দেখতে পান বৃদ্ধ। কান্নায় ভেঙে পড়েন তিনি। শুরু হয় হুলস্থুল।

এর পর খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে বাবা-ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। দু’জনকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করার পর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের দাবি, বাপ্পার স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। তিনি স্বামী-সন্তানের সঙ্গে থাকতেন না। অনেক দিন ধরে খড়দায় থাকেন। এ নিয়ে পারিবারিক অশান্তি হত। কী ভাবে এবং কেন মৃত্যু হল বাবা-ছেলের, তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement