রোনাল্ডোই রিয়াল সমস্যা, বলছেন প্রাক্তন ক্লাব কোচ

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মানে যেন সমাধান! গোলের সমাধান। ট্রফি জেতানোর সমাধান। আর তাঁকেই কি না রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সমস্যা বলে বসলেন ক্লাবের প্রাক্তন কোচ ফাবিও কাপেলো! দুর্দান্ত শুরু করেও শেষ চার ম্যাচ ড্র করেছে রিয়াল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৬ ০৩:২৩
Share:

সিআর সেভেনের মন প্র্যাকটিসে। ছবি: টুইটার।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মানে যেন সমাধান! গোলের সমাধান। ট্রফি জেতানোর সমাধান।

Advertisement

আর তাঁকেই কি না রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সমস্যা বলে বসলেন ক্লাবের প্রাক্তন কোচ ফাবিও কাপেলো! দুর্দান্ত শুরু করেও শেষ চার ম্যাচ ড্র করেছে রিয়াল। জিনেদিন জিদানের দলের হঠাৎ কী হল? কী এমন সমস্যা হল যে, রিয়াল জিততেই ভুলে গিয়েছে?

কাপেলোর কথায়, সেই সমস্যার নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Advertisement

ইতালীয় কোচের মতে, ইউরো ফাইনালে পাওয়া চোটের পর এখনও পুরোপুরি ফিট হননি সিআর সেভেন। পর্তুগিজ মহাতারকার মুভমেন্টের মধ্যেই নাকি সেটা পরিষ্কার। ‘‘রিয়ালের সমস্যার নাম রোনাল্ডো। ও এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেনি। ওর ব্যালান্সে সমস্যা হচ্ছে। আর রোনাল্ডো পুরো ফিট না হলে রিয়ালেরই সমস্যা। কারণ ও সব ম্যাচেই গোল করে,’’ বলেছেন প্রাক্তন লা লিগা জয়ী কোচ কাপেলো।

লা পালমা, আইবারের মতো দুর্বল সব দলের বিরুদ্ধে ড্র করেছে রিয়াল। প্রতিবেশী আটলেটিকো মাদ্রিদকে লা লিগা টেবলের শীর্ষে ওঠার সুযোগ করে দিয়েছে। স্বভাবতই কোচ জিদানের উপর চাপ বেড়ে চলেছে। শোনা যাচ্ছে, ফরাসি কোচের রিয়াল ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। ক্লাবকর্তারা এখন থেকেই আলোচনায় বসেছেন জিদানকে নিয়ে। যদি রিয়াল জয়ের পথে না ফেরে তা হলে জিদানকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

যদিও কাপেলো বলছেন জিদানকে আরও সময় দেওয়া উচিত। ‘‘জিদান চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছে ক্লাবকে। ওকে আরও সময় দেওয়া উচিত,’’ মন্তব্য কাপেলোর। প্রাক্তন রিয়াল কোচের সঙ্গে একমত দলের স্ট্রাইকার আলভারো মোরাতা। যাঁর মতে, রিয়ালের খারাপ ফর্মের জন্য ফুটবলাররাই দায়ী। ‘‘আমাদের দলে প্রতিভার অভাব নেই। জিদান এমন একজন কোচ যিনি সব সময় ফুটবলারদের সঙ্গে কথা বলেন। জিজ্ঞেস করেন কার কী সমস্যা হচ্ছে। আশা করছি বাকি মরসুমটা ভাল কাটবে আমাদের,’’ বলেন মোরাতা।

রিয়াল ড্রেসিংরুমে ফুটবলারদের ঝামেলার মধ্যে কেন্দ্রীয় চরিত্র ছিলেন এই মোরাতা। যাঁর বদলে বেঞ্জিমাকে প্রথম দলে রাখতে বলেছিলেন সিআর সেভেন। জুভেন্তাস থেকে রিয়ালে ফিরে মোরাতার ফর্মও খারাপ। ধারাবাহিক ভাবে গোল পাচ্ছেন না। কিন্তু বিতর্ক উড়িয়ে মোরাতা বলেছেন, ‘‘রিয়ালে তোমাকে সব সময় পারফর্ম করতে হবে। আমরা সবাই রেগে আছি ফর্মের জন্য। আরও অনেক ভাল খেলতে পারে দল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement