নায়ক রুনি

ইউরোয় যোগ্যতা অর্জনের দিকে আরও এক ধাপ এগোল স্পেন। রবিবার তারা দাভিদ সিলভার গোলে ১-০ হারাল বেলারুশকে। ছ’ম্যাচে পাঁচ জয় স্পেনের। স্লোভেনিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডকে তিন পয়েন্ট এনে দিয়ে নায়ক ওয়েন রুনি। জ্যাক উইলশেয়ারের জোড়া গোলে এগিয়ে গিয়েছিল ইংরেজরা। কিন্তু স্লোভেনিয়াকে সমতায় ফেরান নোভাকোভিচ আর পেচনিক। শেষ দিকে রুনি দুরন্ত গোলে স্লোভেনিয়ার ড্রয়ের আশায় জল ঢেলে দেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০২:৪৯
Share:

ইউরোয় যোগ্যতা অর্জনের দিকে আরও এক ধাপ এগোল স্পেন। রবিবার তারা দাভিদ সিলভার গোলে ১-০ হারাল বেলারুশকে। ছ’ম্যাচে পাঁচ জয় স্পেনের। স্লোভেনিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডকে তিন পয়েন্ট এনে দিয়ে নায়ক ওয়েন রুনি। জ্যাক উইলশেয়ারের জোড়া গোলে এগিয়ে গিয়েছিল ইংরেজরা। কিন্তু স্লোভেনিয়াকে সমতায় ফেরান নোভাকোভিচ আর পেচনিক। শেষ দিকে রুনি দুরন্ত গোলে স্লোভেনিয়ার ড্রয়ের আশায় জল ঢেলে দেন। সঙ্গে ৪৮তম আন্তর্জাতিক গোলে গ্যারি লিনেকারকে ছুঁলেন তিনি। ইংল্যান্ডের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিক ববি চার্লটনকে ছুঁতে রুনির চাই আর একটি গোল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement