MS Dhoni

কথা না শোনায় রায়নার উপর রেগে যান ধোনি!

ধোনি ও সুরেশ রায়নার বন্ধুত্বের কথা সবাই জানেন। ১৫ বছর ধরে দু’জনে একই দলের হয়ে খেলছেন। স্বাধীনতা দিবসের দিন দুই তারকাই অবসর গ্রহণ করেন।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২০ অগস্ট ২০২০ ১৫:১৪
Share:

রায়নাকে পরামর্শ দিচ্ছেন ধোনি। —ফাইল চিত্র।

প্রবল চাপেও মেজাজ হারান না মহেন্দ্র সিংহ ধোনি। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন। সঠিক সিদ্ধান্ত নেন। মাঠে সতীর্থদের বকাঝকা করতে খুব খমই দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

কিন্তু কথা না শুনলে মেজাজ হারাতে দেখা গিয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়ককে। জাতীয় দলের প্রাক্তন পেসার আৱপি সিংহ সেটাই জানিয়েছে‌ন।

ধোনি ও সুরেশ রায়নার বন্ধুত্বের কথা সবাই জানেন। ১৫ বছর ধরে দু’জনে একই দলের হয়ে খেলছেন। স্বাধীনতা দিবসের দিন দুই তারকাই অবসর গ্রহণ করেন। প্রিয় বন্ধু রায়নার উপরে এক বার ভয়ঙ্কর রেগে গিয়েছিলেন ধোনি। আরপি তার সাক্ষী ছিলেন।

Advertisement

আরও পড়ুন: বার্সার পর উড়ে গেল লিয়ঁ, ফরাসি ক্লাবকে ৩ গোল দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার্ন

তিনি বলেন, ‘‘সে বার আমরা শ্রীলঙ্কা সফরে গিয়েছিলাম। কভারে ফিল্ডিং করছিল রায়না। আর বার বার রায়না খুব কাছে চলে আসছিল। ধোনি ওকে কাছে আসতে নিষেধ করেছিল। কিন্তু রায়না শুনছিল না। কয়েকটা বল পরে রায়না একটা বল ধরতে পারেনি। তখনই ধোনি রেগে যায়। কড়া ভাবে রায়নাকে পিছিয়ে যেতে বলে। মাঠের ভিতরে খুব একটা কথা বলত না ধোনি। বকাঝকাও করতো না। কিন্তু ধোনিও মেজাজ হারাতো।’’

কথা না শোনায় প্রিয় বন্ধুকেও কড়া ভাবে নির্দেশ দিয়েছিলেন ধোনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন