ঘুম ভাঙেনি দেখেই সরে যান সচিন

কী করে অবসর নেওয়ার সিদ্ধান্তে আসলেন সচিন তেন্ডুলকর? অবসর নেওয়ার চার বছর পর সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন মাস্টার-ব্লাস্টার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ০৩:৩৬
Share:

ক্লান্তি: শরীর বিদ্রোহ করতে শুরু করেছিল। তাতেই অবসর সচিনের।

কী করে অবসর নেওয়ার সিদ্ধান্তে আসলেন সচিন তেন্ডুলকর? অবসর নেওয়ার চার বছর পর সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন মাস্টার-ব্লাস্টার।

Advertisement

সচিন লিখেছেন, ‘‘সময়টা ছিল ২০১৩ সালের অক্টোবর। দিল্লিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ চলছিল। আমার সকালটা কাটে জিমে। গত ২৪ বছর ধরে এই রুটিনটাই মেনে আসছি। কিন্তু অক্টোবরের সেই সকালে একটা জিনিস বদলে গিয়েছিল।’’ সচিন আরও লিখেছেন, ‘‘বুঝতে পারছিলাম যে সকালে উঠে নিজের রোজকার রুটিন মতো কাজ করতে আমাকে জোর করতে হচ্ছে। জানতাম জিম করাটা আমার ক্রিকেটের একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু তবু কেন একটা অনিচ্ছা চেপে ধরল সে দিন?’’ সচিন যোগ করেন, ‘‘তা হলে আমার থামার সময় হয়েছে। প্রিয় খেলাটা রোজকার রুটিনের অংশ আর থাকবে না?’’

২০১৩ চ্যাম্পিয়ন্স লিগের পর সচিন কলকাতা আর মুম্বইয়ে শেষ দুটি টেস্ট খেলে অবসর নেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement