Sports News

‘সচিন-সচিন’, কোথা থেকে এসেছিল জানালেন খোদ সচিনই

তিনি মাঠে নামলেই গ্যালারি জুড়ে একটাই ধ্বনী শোনা যেত, ‘সচিন-সচিন’। এ ভাবেই গম গম করত গ্যালারি। একা সময় তো এমন হয়ে গিয়েছিল যে সচিনের নাম একবার কেউ উচ্চারন করত না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মে ২০১৭ ১৯:০৫
Share:

এআর রহমানের সঙ্গে সচিন তেন্ডুলকর। ছবি: পিটিআই।

তিনি মাঠে নামলেই গ্যালারি জুড়ে একটাই ধ্বনী শোনা যেত, ‘সচিন-সচিন’। এ ভাবেই গম গম করত গ্যালারি। একা সময় তো এমন হয়ে গিয়েছিল যে সচিনের নাম একবার কেউ উচ্চারন করত না। সচিনের নাম মানেই ‘সচিন-সচিন’। সুরে সুরে, তালে তালেই সচিন বন্দনা চলত ভক্তকূলের মধ্যে। কিন্তু সমর্থকরা এই নাম দেননি তাঁকে। বরং দিয়েছিলেন সচিনের মা। সচিন বলেন, ‘‘আসলে এটা আমার মা শুরু করেছিল। আমি বার বার নিচে নেমে যেতাম খেলতে। আর ততবার আমাকে ডেকে আনতে হত বাড়িতে। তখন মা আমাকে এ ভাবেই ডাকত।’’

Advertisement

আরও খবর: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রেখে দেওয়া হল বাঙ্গার, শ্রীধরকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন