দুঙ্গারপুরের অবদান ভোলেননি সচিন

এ দিনই ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (সিসিআই)-তে উদ্বোধন হল রাজ সিংহ দুঙ্গারপুর গেট-এর। যা উদ্বোধন করেন সচিন। সেখানেই প্রয়াত এই ক্রিকেট প্রশাসকের সম্পর্কে বলতে গিয়ে নস্ট্যালজিক হয়ে পড়েন সচিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৪০
Share:

ছবি: সংগৃহীত।

তাঁর ক্রিকেট জীবনে প্রয়াত বোর্ড প্রেসিডেন্ট রাজ সিংহ দুঙ্গারপুরের অবদান ফের স্বীকার করলেন মাস্টার ব্লাস্টার সচিন রমেশ তেন্ডুলকর।

Advertisement

এ দিনই ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (সিসিআই)-তে উদ্বোধন হল রাজ সিংহ দুঙ্গারপুর গেট-এর। যা উদ্বোধন করেন সচিন। সেখানেই প্রয়াত এই ক্রিকেট প্রশাসকের সম্পর্কে বলতে গিয়ে নস্ট্যালজিক হয়ে পড়েন সচিন। বলেন, ‘‘রাজ ভাইয়ের সম্পর্কে কোথা থেকে বলতে শুরু করব তা নিজেই বুঝতে পারছি না। গোটা ক্রিকেট জীবনেই আমাকে ঠিক পথে চালিত হওয়ার বুদ্ধি দিয়ে গিয়েছেন তিনি। চোদ্দো বছর বয়সে শিবাজি পার্কে প্রথম খেলতে দেখেছিলেন। তার পর এই ক্লাবে খেলার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই সম্মান আজও ভোলা সম্ভব নয়।’’

এখানেই থামেননি সচিন। জানান, উননব্বই-এর ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে যে দলভুক্ত করা হচ্ছে না তা প্রথম তাঁকে জানিয়েছিলেন রাজ সিংহ দুঙ্গারপুর-ই। সচিনের কথায়, ‘‘দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনাল চলাকালীন রাজ ভাই দেখা করেন। বলেন, এই ম্যাচে বড় রান করার চেষ্টা করো। তার পর ফাইনালে গেলে সেখানেও শতরান করতে হবে। তবে তুমি ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছ না। এর পরেই এসএসসি পরীক্ষা। সেখানেই মনোনিবেশ করতে হবে তোমাকে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন