Sports News

পরিবহণ মন্ত্রীকে চিঠি লিখলেন সচিন

সচিন তেন্ডুলকর সব সময়ই ‘রোড সেফটি’ নিয়ে তৎপরতা দেখিয়েছে। এক বিজ্ঞাপণে ‘রোড সেফটি’ নিয়ে সামনে আসতেও দেখা গিয়েছে। সচিনের মতে, ৭০ শতাংশ বাইক চালক নকল হেলমেট ব্যবহার করেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ মার্চ ২০১৮ ১৯:২৯
Share:

সচিন তেন্ডুলকর। ছবি: পিটিআই।

পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ীকে চিঠি লিখলেন সচিন তেন্ডুলকর। তার দাবি টু-হুইলার চালকদের সুরক্ষার জন্য নিম্ন মানের হেলমেট প্রস্তুতকারক সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। পরিবহণ মন্ত্রীকে এক চিঠিতে এই বার্তাই দিয়েছেন সচিন। তাঁর দাবি নিরাপত্তাজনিত সব জিনিস যেন উচ্চমানের হয়।

Advertisement

সচিন তাঁর চিঠিতে লিখেছেন, ‘‘আমি আপনাকে লিখছি কারণ, নিম্ন মানের হেলমেট প্রস্তুতকারক সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। নকল আইএসআই ছাপ দিয়ে সেগুলো বিক্রি হয়। একজন ক্রীড়াবিদ হিসেবে আমরা বুঝি উচ্চমানের উপকরণ ব্যবহার করাটা কতটা গুরুত্বপূর্ণ। সেই একইরকম উচ্চমানের উপকরণ হেলমেটের ক্ষেত্রেও ব্যবহার করা উচিত।’’

সচিন তেন্ডুলকর সব সময়ই ‘রোড সেফটি’ নিয়ে তৎপরতা দেখিয়েছে। এক বিজ্ঞাপণে ‘রোড সেফটি’ নিয়ে সামনে আসতেও দেখা গিয়েছে। সচিনের মতে, ৭০ শতাংশ বাইক চালক নকল হেলমেট ব্যবহার করেন। সচিন বলেন, ‘‘পুরো বিষয়টিই খুব চিন্তার। ২০১৬তে সব সব দূর্ঘটনা মিলিয়ে বাইক চালকদের মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ। সব কিছুর থেকে বেশি। নকল হেলমেটের ব্যবহার ভয়ঙ্কর হয়ে উঠছে।’’

Advertisement

আরও পড়ুন
এর থেকে ভাল স্মৃতি আর কিছু হতে পারে না: সৌরভ

সচিন আরও লেখেন, ‘‘আমি জানি সরকার ‘রোড সেফটি’ নিয়ে সামনে থেকেই কাজ করছে। কিন্তু আমার আবেদন এ বার প্রস্তুকারক সংস্থাগুলোর দিকেও নজর দেওয়া হোক যারা মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছে।’’ দ্রুত ব্যবস্থার আবেদনও জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন