HCL Recruitment 2026

বিশেষজ্ঞ খুঁজছে হিন্দুস্তান কপার লিমিটেড, কলকাতা-সহ দেশের অন্য শহরে মিলবে পোস্টিং

পদ অনুযায়ী, প্রতি ভিজ়িটে নিযুক্তদের সাম্মানিক বাবদ ৩,৫০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৬,২৫০ টাকা দেওয়া হবে। এ ছাড়া বাকি সুযোগসুবিধাও মিলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:০৮
Share:

হিন্দুস্তান কপার লিমিটেড। ছবি: সংগৃহীত।

বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ খুঁজছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড। সম্প্রতি বিজ্ঞপ্তির মাধ্যমে সে কথা ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

সংস্থায় সিনিয়র সাবজেক্ট এক্সপার্ট, সাবজেক্ট এক্সপার্ট, অ্যাসোসিয়েট সাবজেক্ট এক্সপার্ট, অ্যাসিস্ট্যান্ট সাবজেক্ট এক্সপার্ট এবং মেডিক্যাল প্রফেশনাল নিয়োগ করা হবে। মোট শূন্যপদ সাত। তাঁরা সংস্থার মাইনিং, এনভায়রনমেন্ট, জিওলজি, মেডিসিন-সহ অন্য বিভাগে বিশেষজ্ঞ হিসাবে কাজ করবেন। কাজের মেয়াদ থাকবে এক বছর।

নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে কলকাতার কর্পোরেট অফিস, মালাঞ্জখণ্ড, খেত্রি-সহ অন্য প্রজেক্ট সাইটে। প্রয়োজন অনুযায়ী কাজের দায়িত্ব দেওয়া হবে নিযুক্তদের। পদ অনুযায়ী, প্রতি ভিজ়িটে নিযুক্তদের সাম্মানিক বাবদ ৩,৫০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৬,২৫০ টাকা দেওয়া হবে। এ ছাড়া বাকি সুযোগসুবিধাও মিলবে।

Advertisement

মাইনিং বিভাগে সাবজেক্ট এক্সপার্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রয়োজন মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক এবং মাইন ম্যানেজমেন্টস সার্টিফিকেট অফ কম্পিটেন্সি সার্টিফিকেশনে ফার্স্ট ক্লাস। পাশাপাশি, তাঁদের সরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীও হতে হবে। একই ভাবে বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে।

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত গুগল ফর্ম পূরণ করার পর উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ১৩ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে নিয়োগ হবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে সংস্থার ওয়েবসাইট থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement