BCKV Recruitment 2026

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে একটি কোর্স, কোন ক্যাম্পাসে চলছে শিক্ষকের খোঁজ?

নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৫:৪৭
Share:

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (বিসিকেভি)-এ চাকরির সুযোগ। বিশ্ববিদ্যালয়ে একটি কোর্স পড়ানোর জন্য চুক্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হবে। এ জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে একজন ফেসিলিটেটর নিয়োগ করা হবে। তাঁকে বিশ্ববিদ্যালয়ের শেখমপুর রিজিওনাল রিসার্চ সাবস্টেশনে ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন অফ ইনপুট ডিলার্স কোর্স (ডিএইএসআই) পড়াতে হবে। সংশ্লিষ্ট কোর্সের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পড়ুয়াদের দায়িত্ব দেওয়া হবে তাঁকে। ওই পদে তাঁকে আগামী এক বছর বহাল রাখা হবে। এর পর কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২২,৫০০ টাকা।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়ঃসীমার উল্লেখ নেই। তবে প্রার্থীদের এগ্রিকালচার বা হর্টিকালচারে স্নাতক বা স্নাতকোত্তরের সঙ্গে তিন বছর এগ্রিকালচার বা সম্পর্কিত ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মূল বিজ্ঞপ্তিতে যোগ্যতার বাকি মাপকাঠির কথা বিশদ উল্লেখ করা হয়েছে।

Advertisement

আগামী ১৩ জানুয়ারি সকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্য তথ্য নিয়ে যথাস্থানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement